রবিবারের সকালে ইরানের তিন পারমানবিক কেন্দ্রে হামলা (America Strikes Iran) চালিয়ে হুঁশিয়ারির সুরে ‘শান্তির বার্তা’ দিলপ্রত্যাঘাতেপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইরান – ইজরায়েলের উত্তেজনায় পরিস্থিতিতে এবার সরাসরি ঢুকে পড়ল আমেরিকার সেনা (USA force)। আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ইরানের তিন পারমাণবিক কেন্দ্র (ইসফাহান, নাতাঞ্জ এবং ফোর্দো) গুঁড়িয়ে দিয়েছে মার্কিন সেনা।ইরানের উদ্দেশে ট্রাম্পের বার্তা, “এবার ইরানকে দ্রুত শান্তিস্থাপন করতে হবে, নাহলে বিপর্যয় ঘটবে।আমরা নিখুঁতভাবে হামলা চালিয়েছি। আমাদের আরও টার্গেট বাকি আছে।” পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের হুশিয়ারি এখন থেকে প্রত্যেক আমেরিকানই টার্গেট হতে চলেছে!

ইরান -ইজরায়েল (Iran vs Israel)সংঘর্ষের জেরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আশঙ্কা তৈরি হচ্ছিল এবার সেখানে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করায় জটিলতা বাড়লো বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ। তেহরানের তিন পারমাণবিক গবেষণাকেন্দ্রে বোমা ছুড়েছে মার্কিন সেনা। পাল্টা জবাব ভয়ংকর হবে বলে ইরানের প্রেসিডেন্টের (Iran president Masoud Pezeshkian warned) তরফে প্রতিক্রিয়া মিলেছে। সে দেশের সরকারি প্রচারমাধ্যমের দাবি, প্রতিটি মার্কিন নাগরিক ইরানের টার্গেট। আমেরিকা যে লড়াই শুরু করেছে ইরান তা শেষ করবে। আমেরিকার ভূমিকার তীব্র নিন্দা করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পাজেস্কিয়ানও। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “আজ সকালে আমেরিকার আচরণ অত্যন্ত আপত্তিকর। এর সুদূরপ্রসারী প্রতিক্রিয়া হবে। রাষ্ট্রসংঘের প্রতিটি সদস্যর এই ঘটনায় সতর্ক হওয়া উচিত।”

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–