কেরালায় বিজেপিকে টপকে তিনে তৃণমূল, গুজরাটে ঝাঁটায় সাফ পদ্ম

Date:

Share post:

উপনির্বাচনে গোটা দেশের ছবিতে ফের একবার স্পষ্ট বিজেপির দুরবস্থা। নরেন্দ্র মোদির (Narendra Modi) নিজের রাজ্যে উপনির্বাচনে (by election) আপের কাছে ধরাশয়ী বিজেপি। অন্যদিকে দেশের নির্বাচনের নিরিখে নতুন ইতিহাস তৈরির পথে তৃণমূল (TMC)। কেরালায় (Kerala) বাম ও কংগ্রেসের পরে তৃতীয় স্থানে উঠে এলেন ঘাসফুলের প্রার্থী।

বাংলায় প্রায় মুছে যাওয়ার পথে বিজেপি। কালীগঞ্জের উপ-নির্বাচন আরও একবার তা প্রমাণ করল। তবে গোটা দেশে যে বিজেপির অবস্থা আরও খারাপ হচ্ছে তা প্রমাণিত তিন রাজ্যের উপনির্বাচনে। গুজরাটের (Gujarat) উপ-নির্বাচনে বিজেপির জয় ছিল নিশ্চিত। অথচ সেখানে ভিসাভাদর কেন্দ্রে বিজেপি (BJP) প্রার্থীকে পরাজিত করলেন আম আদমি পার্টি (AAP) প্রার্থী ইটালিয়া গোপাল। তিনি ১৭,৫৫৪ ভোটে বিজেপি প্রার্থী কীরিট প্যাটেলকে পরাজিত করেন। যদিও গুজরাটের (Gujarat) কাঁদি কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেন্দ্র কুমার ছাবড়া জয়লাভ করেছেন।

এবারের উপনির্বাচনে গুরুত্বপূর্ণ হয়েছে কেরালার (Kerala) নীলাম্বুর কেন্দ্রের ফলাফল। শাসক দল সিপিআইএম প্রার্থী এম স্বরাজকে পরাজিত করেছেন কংগ্রেস প্রার্থী। কিন্তু তার থেকেও চাঞ্চল্যকর এই কেন্দ্রে তিন নম্বরে উঠে এসেছেন তৃণমূল (TMC) সমর্থিত নির্দল প্রার্থী পি ভি আনোয়ার। এবং লোকসভা নির্বাচনে যে কেরালাকে পাখির চোখ করেছিল বিজেপি সেখানেই উপনির্বাচনের ফলাফলে চারে নেমে গিয়েছেন বিজেপি প্রার্থী মোহন জর্জ। কার্যত স্পষ্ট কেরালায় তৃণমূলের নতুন শাখার পথ চলা শুরুর পর থেকে জনগণের মধ্যে যথেষ্ট প্রভাব ফেলতে শুরু করেছে ঘাসফুল নেতা কর্মীরা।

অন্য রাজ্যেও নির্বাচনের ফলাফলে বিজেপির শোচনীয় অবস্থা আরও একবার সামনে এসেছে। পঞ্জাবের (Punjab) লুধিয়ানা পশ্চিম কেন্দ্রে উপনির্বাচনে জয়লাভ করেছেন আপ (AAP) প্রার্থী সঞ্জীব অরোরা। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী ভরত আসুকে পরাজিত করেন। এই কেন্দ্রেও তিনে নেমে গিয়েছে বিজেপি।

spot_img

Related articles

হাই কোর্টের রায়ে বড়সড় ধাক্কা! খারিজ শুভেন্দুর রক্ষাকবচ, সরকার-দলের বক্তব্যকেই মান্যতা: মত তৃণমূলের

কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) রায়ে বড়সড় ধাক্কা খেলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। ২০২২ থেকে...

এসএসকেএমে নাবালিকার ‘শ্লীলতাহানি’র ঘটনায় রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

কলকাতা তথা রাজ্যের গর্ব এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) চিকিৎসক পরিচয় দিয়ে নাবালিকা রোগীকে 'শ্লীলতাহানি'র (Minor girl Assault case)...

সর্দারজির পর পুলিশ-বাইকার! বিজ্ঞাপণের চরিত্রে সুপারহিট সৌরভ

আবার দাদাগিরি মহারাজের। নিত্য নতুন লুকে চমক দিচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। কয়েকদিন আগে সর্দারজির লুকে দেখা গিয়েছিল...

রাজধানীতে আইইডি বিস্ফোরণের ছক বানচাল, গ্রেফতার ২ আইসিস জঙ্গি!

দিল্লিতে (Delhi) ফিদাঁয়ে হামলার ছক পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠীর! পর্দা ফাঁস করল দিল্লি পুলিশ (Delhi Police)। শুক্রবার সকালে আইসিসের...