কালীগঞ্জে ব্যবধান বাড়ালো তৃণমূল, ধুয়ে মুছে সাফ বিজেপির ধর্মীয় রাজনীতি

Date:

Share post:

বিজেপি ধর্মীয় উস্কানির প্রতি কোন সমর্থন যে বাংলার মানুষের নেই বারবার তা প্রমাণিত হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচনের (Kaliganj by election) প্রচারে বিরোধী দলনেতার বারবার ধর্মীয় উস্কানি কে ছুঁড়ে ফেলে দিল কালিগঞ্জের মানুষ। বাংলার মানুষের পাশে উন্নয়ন নিয়ে যেভাবে তৃণমূল কংগ্রেস (TMC) সব সময় রয়েছে তাই-ই আরও একবার প্রমাণিত কালীগঞ্জের ফলাফলে। এই নির্বাচনে ধস বিজেপির ভোটব্যাঙ্কে। কিছুটা হলেও ভোট বাড়লো বাম কংগ্রেসের।

২০২১ কালীগঞ্জ বিধানসভা নির্বাচনের ফলাফলকেও ছাপিয়ে গেল উপনির্বাচনের ফলাফল। ২০২১-এ তৃণমূল প্রার্থী নাসিরউদ্দিন আহমেদ জয়ী হয়েছিলেন ৪৬,৯৮৭ ভোটে। উপনির্বাচনে তারই কন্যা আলিফা আহমেদ জিতলেন ৫০,০৪৯ ভোটে। আলিফার প্রাপ্ত ভোট ১,০২,৭৫৯। সেখানে বিজেপির প্রার্থী আশিস ঘোষের প্রাপ্ত ভোট ৫২,৭১০, অর্থাৎ প্রায় অর্ধেক। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখের প্রাপ্ত ভোট ২৮,৩৪৮।

সাধারণত উপনির্বাচনে ভোটদাতার সংখ্যা থাকে কম। সেখানেও ভোটের ব্যবধান বাড়াতে সক্ষম হয়েছেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ২০২১ নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি এবং তৃতীয় স্থানে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী। সেই ধারার কোনও পরিবর্তন এবারও হয়নি। তবে ভোট বাক্সে অনেকটাই বদল হয়ে গিয়েছে।

বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ২০২১ সালে বিজেপির প্রাপ্ত ভোট ছিল ৬৪,৭০৯। ২০২৫-এ সেই কালিগঞ্জেই উপনির্বাচনে (Kaliganj by election) ভোট কমে বিজেপির প্রাপ্ত ভোট ৫২,৭১০। খানিকটা ভালো অবস্থায় বাম কংগ্রেস জোট। ২০২১ নির্বাচনে তাদের প্রাপ্ত ভোট ছিল ২৫,০৭৬। সামান্য বেড়ে এবার বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেয়েছেন ২৮,৩৪৮ ভোট।

বিজেপির ধর্মীয় রাজনীতিকে ত্যাগ করে উন্নয়নের পক্ষে কালীগঞ্জবাসীর ভোটদানকে স্বাগত জানিয়েছে তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ জানান, কালীগঞ্জ উপনির্বাচনে বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে শূন্য হাতে ফিরতে হয়েছে। বিজেপি পর্যুদস্ত হয়েছে। বিজেপির ভোট, সমর্থন কমেছে। কারণ তারা হিন্দু মুসলমান ধর্মের নামে ভেদাভেদ করেছে। আসল উন্নয়ন বাংলার মানুষের সামাজিক আর্থিক সুরক্ষা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেটা দিয়েছে। তাই বিপুলভাবে মানুষ তৃণমূলের পাশে দাঁড়িয়েছে।

spot_img

Related articles

দুর্গাপুর গণধর্ষণ: ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত, এখনও আটক নির্যাতিতার সঙ্গী

ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের (gang rape) অভিযোগ দায়ের হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার সব অভিযুক্ত। রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

দলকে জিতিয়ে মাঠেই প্রাণ হারালেন বোলার, বাইশ গজে ফের মর্মান্তিক পরিণতি

খেলার মাঠে ফের মর্মান্তিক মৃত্যু। দলকে জিতিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বোলার। মৃত ক্রিকেটারের নাম আহমের খান(Ahmar Khan)।...

ভুটানের জলেই ভেসেছে উত্তর, ওরাও ক্ষতিপূরণ দিক: ফের রিভার কমিশনের দাবিতে সরব মুখ্যমন্ত্রী

ভুটানের (Bhutan) জলেই ভেসেছে বাংলার উত্তর। এত ক্ষয়ক্ষতি। ওদের ক্ষতিপূরণ দিতে হবে। ফের একবার রিভার কমিশনের দাবি জানিয়ে...

RSS-এর অফিসে ছোট থেকে যৌন নিগ্রহের শিকার, আত্মঘাতী তরুণ

ছোট থেকেই চলেছে লাগাতার যৌন নির্যাতন, মানসিক যন্ত্রণা ও অবসাদে আত্মঘাতী কেরলের তথ্যপ্রযুক্তি কর্মী আনন্দু আজি। আরএসএস -এর(RSS)...