Saturday, January 10, 2026

শ্বশুরবাড়িতেই খুন! দেড়মাস পর নলকূপ থেকে উদ্ধার দেহ, গ্রেফতার স্ত্রী-সহ চারজন

Date:

Share post:

দেড় মাস আগে নিখোঁজ চণ্ডীতলার যুবক রবীন রুইদাসকে শ্বাসরোধ করে খুন করে দেহ ফেলা হয়েছিল শ্বশুরবাড়ির চাষের জমির গভীর নলকূপে, জঙ্গিপাড়ার কানাইপুর গ্রাম থেকে উদ্ধার হল সেই দেহ। রবিবার গভীর রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গভীর নলকূপ থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রী অপর্ণা রুইদাস, শ্বশুর, শ্যালক ও শ্যালিকার স্বামীকে। চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৬ বছরের রবীন রুইদাস চণ্ডীতলার মশাট এলাকার বাসিন্দা ছিলেন। বেশ কিছুদিন ধরে তিনি স্ত্রী অপর্ণার সঙ্গে শ্বশুরবাড়ি কানাইপুরে থাকছিলেন। গত ১৩ই মে থেকে নিখোঁজ ছিলেন তিনি। ২২শে জুন রবীনের দাদা বাবলু রুইদাস জাঙ্গিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন যে, তাঁর ভাইকে খুন করে গোপনে দেহ সরিয়ে ফেলেছে শ্বশুরবাড়ির লোকজন।অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষানু রায় জানান, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশি জেরায় জানা যায়, মদ্যপ অবস্থায় রবীন নিয়মিত স্ত্রী অপর্ণার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত। একসময় সেই নির্যাতনে অতিষ্ঠ হয়ে, পরিবারের সঙ্গে মিলে তাঁকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে খুন করা হয়। পরে শ্যালিকার স্বামীর টোটো করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পাশের কৃষিজমির গভীর নলকূপে, সেখানে ফেলে দেওয়া হয় দেহ।

অভিযুক্তদের আদালতে পেশ করে চারদিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ফরেনসিক পরীক্ষার পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমেও পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, খুনের ঘটনায় মূলত গৃহস্থালি নির্যাতনের ঘটনাই প্রাথমিক কারণ হিসেবে উঠে এলেও, এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য আছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন – “আমাদের দিঘায় এবার রথ এসেছে, বসেছে মেলা…”: ভাইরাল গানের অনুকরণে রথযাত্রার প্রস্তুতির পোস্ট তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

কঠিন, দুর্ভাগ্যজনক: ইডি তল্লাশিতে প্রতিক্রিয়া IPAC-এর, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তৃণমূলের

নিজেদের কাজের ধরণ ও রাজনৈতিক সংযোগের উদাহরণ তুলে ধরে বৃহস্পতিবারের ইডি হানাকে কঠিন ও দুর্ভাগ্যজনক বলে দাবি করা...

নতুন করে কাজের চাপে আত্মঘাতী বিএলও! আতঙ্কে মৃত্যু দুই ভোটারেরও

নিজেদের কাজের টার্গেট পূরণের জন্য ক্রমশ চাপ বাড়ানো হচ্ছে রাজ্যে সরকারি কর্মী বিএলওদের উপর। তার জেরে ক্রমশ মৃত্যুর...

তাহেরপুরে অভিষেকের সভা: ভিড়ের ছবি বুঝিয়ে দিল মতুয়ারা কার পক্ষে

কিছুদিন আগে নদিয়ায় রানাঘাটে সভা করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আবহাওয়ার কারণে তিনি সেখানে পৌঁছাতে না পেরে...

নেক্সট ডেস্টিনেশন ইলেকশন কমিশন: নির্বাচন কমিশনারের ভোটার বাদের চক্রান্তে হুঙ্কার মমতার

গণতন্ত্রে মানুষ নিজের সরকার নির্বাচন করে। আর বিজেপির চক্রান্তে নির্বাচন কমিশনকে প্রয়োগ করে এবার বিজেপির স্বৈরাচারী সরকার ভোটার...