Sunday, August 24, 2025

অনুব্রত-কাণ্ডে আমনদীপকে তলব জাতীয় মহিলা কমিশনের, অতি সক্রিয়তা নিয়ে প্রশ্ন কুণালের

Date:

Share post:

বোলপুরের আইসিকে অশ্রাব্য গালিগালাজের অভিযোগ। অনুব্রত মণ্ডলের কুকথা-কাণ্ডে এবার বীরভূমের পুলিশ সুপার আমনদীপকে দিল্লিতে তলব করল জাতীয় মহিলা কমিশন। ১ জুলাই তাঁকে দিল্লিতে কমিশনের দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি একান্ত যেতে না পারলে তদন্তকারী অফিসারকে হাজির থাকতে হবে। জাতীয় মহিলা কমিশনের অতি সক্রিয়তা নিয়ে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, এই তৎপরতা কোথায় ছিল, যখন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদাকে বলেছিলেন, ও আমার জুতার নিচে থাকে!

গত ২৯ মে একটি অডিও প্রকাশ্যে আসে। যেখানে বীরভূমের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বোলপুরের আইসি লিটন হালদারের সঙ্গে অকথ্য ভাষায় কথা বলছিলেন বলে অভিযোগ। সেই সংবাদ প্রকাশ্যে আসতেই কড়া ব্যবস্থা নেয় তৃণমূল। ক্ষমা চান অনুব্রত। সেই ঘটনায় বোলপুর এসডিপিও অফিসে হাজিরাও দেন অনুব্রত। ওই কাণ্ডে জেলা পুলিশের কাছে রিপোর্ট চায় জাতীয় মহিলা কমিশন। জানতে চাওয়া হয়, আইসি লিটন দাসের ফোন বাজেয়াপ্ত করা হলেও কেন অনুব্রতর ফোন বাজেয়াপ্ত করা হয়নি? অনুব্রতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করা হলেও, কেন হাজিরা না দিলেও ব্যবস্থা নেওয়া হয়নি! তদন্ত সম্পর্কে রিপোর্ট পাঠান জেলা পুলিশ সুপার। কিন্তু তাতে খুশি নয় মহিলা কমিশন। ফের চিঠি পাঠায় কমিশন। সূত্রের খবর, একাধিক প্রশ্নের উত্তর দিয়ে পুলিশ সুপার আমনদীপ জানান, অনুব্রত তদন্তে সাহায্য করছেন। আইসির ফোন পরীক্ষা করা হচ্ছে। সেই রিপোর্ট অনুযায়ী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার পুলিশ সুপারের দফতরে চিঠি পাঠিয়ে বীরভূমের পুলিশ সুপারকে ১ জুলাই হাজিরা দিতে বলা হয়েছে। তিনি যেতে না পারলে তদন্তকারী অফিসার অর্থাৎ বোলপুরের এসডিপিও রিকি আগারওয়ালকে পাঠাতে হবে। কেউ না গেলে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে কমিশন। এই নিয়ে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, মহিলা কমিশন তলব করতেই পারে, কিন্তু এই তৎপরতা কোথায় ছিল, যখন বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী রাজ্যের মন্ত্রী জঙ্গলকন্যা বীরবাহা হাঁসদাকে বলেছিলেন, ও আমার জুতার নিচে থাকে! বিজেপি শাসিত উন্নাও-হাথরাসে কেন যায় না জাতীয় মহিলা কমিশন! প্রশ্ন তোলেন কুণাল। আরও পড়ুন: দূষণ রোখার পথে নিষ্ক্রিয় কেন্দ্র! বিধানসভায় সরব মন্ত্রী চন্দ্রিমা

spot_img

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...