দেশ নয়, মোদি আগে! থারুরকে খাড়গের খোঁচার পরেই উড়ে যাওয়ার বার্তা শশীর

Date:

Share post:

কংগ্রেসের শশী থারুর অস্বস্তি যেন কাটতেই চাইছে না। বারবার তার বিরুদ্ধে বিজেপি বিশেষত নরেন্দ্র মোদিকে তোষণের অভিযোগ কংগ্রেসের ভিতরেই উঠেছে। এবার প্রকাশ্যে নাম না করে থারুরকে (Shashi Tharoor) মোদি (Narendra Modi) তোষণকারী বলে অভিযোগ করলেন খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। আর খাড়গের তোপের পরই ইঙ্গিতপূর্ণ পোস্ট শশী থারুরের, যেখানে স্বাধীনভাবে উড়ে যাওয়ার বার্তা দিলেন শশী।

পহেলগাম হামলা পরবর্তীতে রাজনৈতিক দল নির্বিশেষে ও কূটনীতিক প্রতিনিধিরা ৩৩ দেশে পাক বিরোধী প্রচারে যান। সেখানে কংগ্রেসের নির্দিষ্ট করে দেওয়া সাংসদের নাম না নিয়ে বিজেপির পক্ষ থেকেই বেছে নেওয়া হয় শশী থারুরকে। কংগ্রেসের তরফ থেকে অবশ্য আপত্তি তুলে বিতর্ক বাড়ানো হয়নি। তবে প্রতিনিধিদল দেশে ফেরার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন, সেখানে শশী থারুরের সঙ্গে বিশেষভাবে কথা বলেন মোদি। কারণ তাঁকে আমেরিকার মতো দেশে পাঠানো প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন থারুর।

বিজেপির সঙ্গে থারুরের এই সম্প্রীতির ভাব যে এখনও হজম করতে পারেনি কংগ্রেস তা স্পষ্ট বুধবারের খাড়গের বক্তব্যে। খাড়গে বলেন, শশী থারুরের বক্তব্য খুব ভালো তাই তাঁকে কংগ্রেসের কার্যনির্বাহী কমিটিতে (CWC) রাখা হয়েছে। অপারেশন সিঁদুর (Operation Sindoor) নিয়ে আমাদের এক স্বর ছিল। আমরা একসঙ্গে দাঁড়িয়েছিলাম। আমাদের বক্তব্য ছিল সবার আগে দেশ, তবে কিছু মানুষের কাছে মোদিই (Narendra Modi) আগে। দেশ পরে আসে। তাতে আমরা কী করতে পারি।

নাম না করলেও থারুর প্রসঙ্গে বলতে গিয়ে খাড়গে যে মন্তব্য করেছেন তাতে স্পষ্ট তিনি শশী থারুরকেই এই খোঁচা দিয়েছিলেন। এই বক্তব্যের পরেই ইঙ্গিতপূর্ণ পোস্ট থারুরের। সেখানে একটি পাখির ছবি দিয়ে তিনি লেখেন, উড়ে যাওয়ার অনুমতি চেও না। ডানা তোমার নিজের। আর আকাশের মালিক কেউ নয়। আর এই পোস্টের পরেই ফের একবার শশী থারুরের বিজেপিতে যোগ দান নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদি বিজেপির পক্ষ থেকে বা থারুর নিজে সরাসরি সেরকম বার্তা দেননি।

spot_img

Related articles

বিজয়া সম্মিলনীতে অভিষেককে ঘিরে নেতা-কর্মীদের আবেগ-উচ্ছ্বাস, ফের ‘সেবাশ্রয়ে’র সিদ্ধান্ত ডায়মন্ড হারবারের সাংসদের

ছিল ডায়মন্ড হারবারের বিজয়া সম্মিলনী। কিন্তু দিনের শেষে সেটি হয়ে গেল কার্যত সারা জেলার বিজয়া সম্মিলনী। প্রিয়নেতা ডায়মন্ড...

ডার্বির কথা ভাবতে নারাজ অস্কার, নামধারীর বিরুদ্ধে খেলতে পারবেন হিরোশি?

মঙ্গলবার আইএফএ শিল্ডে(IFA Shield) গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলতে নামছে ইস্টবেঙ্গল(East Bengal)। প্রতিপক্ষ নামধারী এফসি(Namdhari fc)। শ্রীনিধি ডেকানের...

১০০ দিনের কাজ বন্ধ! কেন্দ্রের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ রাজ্যের

কলকাতা হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গে এখনও শুরু হয়নি ১০০ দিনের কাজ প্রকল্প। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের বিপুল পরিমাণ...

পঞ্চম দিনে খেলা টানল ওয়েস্ট ইন্ডিজ, প্রশ্নের মুখে দিল্লির পিচ ও গম্ভীরের রণকৌশল

প্রথম টেস্টে(Test) আড়াই দিনেই জয় পেয়েছিল ভারত(India)। কিন্তু দ্বিতীয় টেস্টে খেলতে হল পুরো পাঁচ দিন। দিল্লিতে(Delhi) ওয়েস্ট ইন্ডিজের...