Thursday, August 21, 2025

ডুরান্ড নিয়ে ইস্টবেঙ্গলেও ভাবনা শুরু

Date:

Share post:

মোহনবাগানের পর এবার কী ইস্টবেঙ্গলও (Eastbengal) সরে আসতে পারে ডুরান্ড কাপ (Durand Cup) থেকে? শোনা যাচ্ছে এমনটা হওয়ার নাকি একটা সম্ভাবনা রয়েছে। কারণ একের পর এক দল খেলার আগ্রহ না দেখানোর পর ইস্টবেঙ্গলের (Eastbengal) বিনিয়োগকারী (Investor) সংস্থাও নাকি ডুরান্ড কাপ থেকে সরে আসার কথা ভাবতে শুরু করেছে। যদিও এই বিষয়েও ক্লাবের সঙ্গে তাদের মতপার্থক্য দেখা দিয়েছে। সূত্রের খবর ক্লাব নাকি খেলতে চাইছে। এমন পরিস্থিতিতে কী হয় সেটা তো সময়ই বলবে।

আগামী জুলাই মাসের শেষ থেকে শুরু হওয়ার কথা ডুরান্ড কাপের (Durand Cup)। কিন্তু সেখানেই দেখা দিয়েছে সমস্যা। ফেডারেশন সম্পূর্ণ ফুটবল ক্যালেন্ডার ঘোষণা করতে পারেনি। আবার এফএসডিএলের সঙ্গে চুক্তি নবীকরণ করা নিয়েও দেখা দিয়েছে সমস্যা। এফএসডিএল যে চুক্তিতে তাদের সঙ্গে ছিল, নতুন চুক্তিতে নাকি সেই অর্থের পরিমাণ কমাতে বলেছে। এছাড়া ফেডারেশনের সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তারা নতুন চুক্তিও করতে পারবে না।

এমন পরিস্থিতিতে আইএসএল নিয়ে যেমন ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে। তেমনই আসন্ন ডুরান্ড কাপ খেলার থেকেও সরে আসার ইঙ্গিত দিয়েছে একাধিক আইএসএল ক্লাব। এরই মাঝে শোনা যাচ্ছে মোহনবাগানও নাকি সরে আসার পথে হাঁটতে পারে। এমন পরিস্থিতিতে এবার নতুন সংযোজন ইস্টবেঙ্গল (Eastbengal)। ডুরান্ড কাপ থেকে তারাও সরে আসবে কিনা এই নিয়েই শুরু হয়ে গিয়েছে ভাবনা।

অন্যান্য ক্লাবের সরে আসার খবর ছড়িয়ে পড়ার পরই নাকি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থাও নাকি ডুরান্ড কাপ থেকে সরে আসার একটা ইঙ্গিত দিয়েছে। যদিও এই বিষয়ে তাদের সঙ্গে ফের মতানৈক্য লাল-হলুদ ক্লাবের। তারা আবার ডুরান্ড কাপ খেলতে চায়। এর মধ্যেই ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিনিয়োগকারী সংস্থার কর্তারা। সেখানেই একটা সমাধান সূত্র বেড়িয়ে আসতে পারে। তবে একান্তই যদি ইস্টবেঙ্গল ডুরান্ড খেলে তবে রিজার্ভ দলের খেলার সম্ভাবনাই বেশি।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...