Thursday, August 21, 2025

আজ রথযাত্রা, সকাল থেকে জগন্নাথ বন্দনা শুরু দিঘা- পুরী- মাহেশে 

Date:

Share post:

‘রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম’ প্রবাদকে আক্ষরিক অর্থে সত্যি করে জগন্নাথধামে মানুষের ঢল। শুক্রবার রথযাত্রা (Rathayatra Celebration) উপলক্ষে বাংলার নতুন তীর্থক্ষেত্র দিঘার জগন্নাথ মন্দিরে (Jagannath Temple Digha) ভক্তদের ভিড় সামলাতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকাল ন’টা থেকে পুজো শুরু হবে। বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিজেই আজকের দিনের অনুষ্ঠানসূচি ঘোষণা করে দিয়েছিলেন। সাড়ে নটা থেকে ভক্তরা জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দর্শন করতে পারবেন। কয়েক লক্ষ মানুষের সমাগমের মাঝে বিশৃঙ্খলা বা দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে সৈকত নগরীকে। পর্যটকরা বলছেন, রথের দিন সমুদ্র স্নান সেরে জগন্নাথদেব দর্শন এক অনন্য অনুভূতি। এদিন দুপুরে দেবতাকে ৫৬ ভোগ নিবেদনের পর রথের রশিতে টান দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। অপেক্ষার প্রহর গুনছেন আগত দর্শনার্থীরা।

রথযাত্রা উপলক্ষে ভক্তদের ভিড়ে মুখরিত শ্রীক্ষেত্র পুরী (Puri Rathayatra))। তিল ধরনের জায়গা নেই হোটেলগুলিতে। বৃহস্পতিবার দর্শনার্থীরা প্রভুর ‘নবযৌবন দর্শন’ করার সুযোগ পেয়েছেন। শুক্রবার যাবতীয় রীতি সম্পন্ন হওয়ার পর বিকেল চারটে নাগাদ বলভদ্র, সুভদ্রা, জগন্নাথের রথ মন্দিরের সামনে থেকে রওনা দেবে মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের দিকে। ভিড় সামলাতে পুরীতে প্রায় দশ হাজার নিরাপত্তাবাহিনী মোতায়ন করা হয়েছে সঙ্গে আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে। পুরীর মন্দিরের (Puri Jagannath Temple)সামনের ছাদ ছাড়াও যাত্রাপথের বিভিন্ন জায়গায় ন্যাশনাল সিকিউরিটি গার্ড থাকছে সঙ্গে রাস্তায় AI যুক্ত ২৭৫ টি সিসি ক্যামেরা ও ড্রোন ক্যামেরা বসানো হয়েছে।

রথের সকালে সাজো সাজো রব হুগলির শ্রীরামপুরের ঐতিহ্যবাহী প্রাচীন মাহেশ জগন্নাথ মন্দিরে (Mahesh Rathayatra)। প্রাচীন ঐতিহ্যের বিচারে বাংলার মধ্যে এই রথের স্থান সম্ভবত সর্বাগ্রে। শোনা যায় আনুমানিক ১৩০০ খ্রিস্টাব্দের কোনও এক সময় ধ্রুব নন্দ ব্রহ্মচারী মাহেশের রথযাত্রা সূচনা করেছিলেন। এই বছর রথযাত্রার বয়স ৬২৯। প্রতিবছর রথের দিনে প্রাচীন এই জনপদে অসংখ্য পুণ্যার্থী ভিড় করেন আরাধ্য জগন্নাথের দর্শন পেতে। জি টি রোডের উপরেই অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা। উৎসবের প্রাক্কালে বৃহস্পতিবার ‘নবযৌবন উৎসব’ পালিত হয়েছে। বছরের এই একটা দিনই মাহেশের মন্দিরে জগন্নাথ দেবের হাত দেখা যায়। রীতি মেনে রথযাত্রার আগের দিন প্রভুকে রুপোর হাত পরানো হয়। আজ সকাল থেকেই মন্দির প্রাঙ্গনে ভিড় করেছেন অসংখ্য মানুষ। শুরু হয়েছে বিশেষ পুজো উপচার। বিকেল চারটে নাগাদ মাহেশের রথ মাসির বাড়ির দিকে রওনা দেবে বলে খবর মিলেছে।

 

 

spot_img

Related articles

বিবেকানন্দের শিকাগো বক্তৃতার স্মরণে ফুটবল প্রতিযোগিতার ঘোষণা ক্রীড়ামন্ত্রীর

১৮৯৩ সাল, শিকাগোর ধর্মসভায় সকলকে অবাক করে দিয়েছিলেন তিনি। সেই স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) বক্তৃতায় বিদ্যুতের গতির মতো ছড়িয়ে...

অভিজিৎ সরকার হত্যা মামলা: জামিন পরেশ পালসহ ২ কাউন্সিলরের

অভিযুক্তদের বিরুদ্ধে কোনও উপযুক্ত প্রমাণই নেই। বিজেপির তরফ থেকে বারবার তৃণমূল বিধায়ককে কলঙ্কিত করার চেষ্টা করা হলেও আদতে...

স্বাস্থ্যক্ষেত্রে সুরক্ষায় বায়ো-লক সিস্টেমের রিপোর্ট তলব রাজ্যের

স্বাস্থ্যক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশ মেনে বায়োমেট্রিক লক (Biometric Lock)...

বিজেপিশাসিত রাজ্যে বাঙালি আক্রমণের প্রতিবাদ! নিশীথের কনভয় ঘিরে তুমুল বিক্ষোভ দিনহাটায়

বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর আক্রমণ। বাংলার প্রতি মোদি সরকারের বঞ্চনা। প্রতিবাদে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith...