মাত্র ৪২ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী এবং মডেল শেফালি জারিওয়ালা (Shefali Jariwala )! শুক্রবার রাতে সংবাদমাধ্যমে খবর প্রকাশ পেতেই চমকে উঠেছে বলিউড (Bollywood)। বিখ্যাত মিউজিক ভিডিও ‘কাঁটা লাগা’র রিমিক্সের সৌজন্যে শেফালির জনপ্রিয়তা ছোট থেকে বড় প্রায় সকলের কাছেই পৌঁছে গেছিল। টিনসেল টাউনের মডেল অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে হতবাক অনুরাগীরা। বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার শেফালিকে মুম্বইয়ের বেলভিউ মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান শেফালির স্বামী অভিনেতা পরাগ ত্যাগি-সহ (Parag Tyagi) মোট চারজন৷ এরপরই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

শেফালির হঠাৎ চলে যাবার খবর প্রকাশ্যে আসতেই মুখে কুলুপ এঁটেছে পরিবার। তাতেই বলিউড মডেলের মৃত্যুর কারণ ঘিরে প্রাথমিকভাবে ধোঁয়াশা তৈরি হয়। শেফালির পরিচিত এবং সতীর্থদের মনে প্রশ্ন উঠতে শুরু করে। অবশেষে মধ্যরাতেই জানা যায় সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই অকালপ্রয়াণ ‘কাঁটা লগা’ গার্লের। আঞ্চলিক সিনেমায় কাজের পাশাপাশি সলমন খান (Salman Khan) অভিনীত ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও দেখা যায় অভিনেত্রীকে। এ ছাড়াও ‘নাচ বলিয়ে’, ‘বিগ বস সিজন ১৩’-এর মতো জনপ্রিয় রিয়েলিটি শোয়ে অংশ নেন শেফালি। তবে সর্বাধিক জনপ্রিয়তা পেয়েছিলেন ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের বিখ্যাত হিন্দি গান ‘কাঁটা লগা’-র রিমিক্স মিউজিক ভিডিওর সাহসী দৃশ্যায়নে। এত কম বয়সে হার্ট অ্যাটাকে প্রিয় তারকার মৃত্যু মেনে নিতে পারছেন না ফ্যানেরা।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–