সৌরভকে কোচ হিসাবে দেখতে চান ক্রীড়ামন্ত্রী, জমকালো উদ্বোধন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বইয়ের

Date:

Share post:

প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের অটো বায়োগ্রাফি উদ্বোধন। সেই মঞ্চেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে বিশেষ আবদার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas)। সব ভূমিকাতেই সৌরভকে দেখা গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁকে কোচের ভূমিকায় দেখা যায়নি। এবার ভারতের প্রাক্তন অধিনায়ককে সেই ভূমিকাতেই দেখতে চান অরূপ বিশ্বাস। উত্তরও দিলেন সৌরভ (Sourav Ganguly)।

শনিবার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বই উন্মোচন ঘিরে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের খেলাধূলার সময়ের কথাই উঠে আসে সকলের মুখে। প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নিজে যেমন আপ্লুত। তেমনই তাঁর এই বই নিয়ে সকলের মুখেই নানান কথা। নানান স্মৃতিচারণাই শোনা গেল সৌরভ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মুখেও।

এদিন অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, “সুজিত বসুদের হাত দিয়েই উদ্বোধন হয় সেই অটো বায়োগ্রাফি। সেই মঞ্চেই সৌরভের কাছে বিশেষ আবদার অরূপের। তিনি বলেন, সৌরভকে মাঠে খেলতে দেখেছি। বারবার বোলারদের মাঠের বাইরে ফেলতে দেখেছি। অধিনায়ক হিসাবেও দেখেছি। তাঁকে ক্রিকেটের প্রশাসক হিসাবেও সর্বোচ্চ মঞ্চে দেখেছি। একটাই প্রশ্ন, ভারতীয় দলের প্রশিক্ষক হিসাবে কবে দেখতে পাব”।

তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, “কোচ হিসাবে জানি না। তবে একটা কথা বলছি ইচ্ছে আছে। কবে হবে তা জানি না। সময় আছে। বয়স আছে। তবে খেলা, প্রশাসন এবং কোচ, এই তিনটের মধ্যে যদি কোনও কিছু বাছতে বলেন তবে সেটা হল খেলা”।

কয়েকদিন আগেও এই একই কথা শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

নাকভিকে তুলোধনা বিসিসিআইয়ের, সম্মানের সঙ্গে ট্রফি চায় ভারত

এশিয়া কাপের (Asia  Cup)  ট্রফি নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত চরমে। মঙ্গলবার  এসিসির বৈঠকে উত্তপ্ত হয়ে উঠল এই...

জয় দিয়েই বিশ্বকাপের সূচনা হরমনপ্রীতদের, চিন্তা থাকল ব্যাটিং নিয়ে

জয় দিয়ে একদিনের মহিলা বিশ্বকাপের সূচনা করল ভারত। গুয়াহাটিতে প্ৰথম ম্যাচে শ্রীলঙ্কাকে ডিএলএসে ৫৯ রানে হারাল ভারত।ম্যাচে টস...

শ্রেয়ার সুরেই বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠানে শ্রদ্ধায় স্মরণ প্রয়াত জুবিনকেও

মহাষ্টমীতেই  মহিলা বিশ্বকাপের (ICC Women WC) বোধন হল শ্রেয়া ঘোষালের গানের সুরে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে...

নাকভির নয়া শর্ত, এসিসির বৈঠকেই এশিয়া কাপ ট্রফি চাইবে বিসিসিআই

এশিয়া কাপ (Asia  Cup) শেষ হলেও বিতর্ক থামছে না। ফাইনাল শেষে  পাকিস্তানের মন্ত্রী তথা এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির হাত...