Tuesday, August 12, 2025

সৌরভকে কোচ হিসাবে দেখতে চান ক্রীড়ামন্ত্রী, জমকালো উদ্বোধন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বইয়ের

Date:

Share post:

প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের অটো বায়োগ্রাফি উদ্বোধন। সেই মঞ্চেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) কাছে বিশেষ আবদার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের (Arup Biswas)। সব ভূমিকাতেই সৌরভকে দেখা গিয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাঁকে কোচের ভূমিকায় দেখা যায়নি। এবার ভারতের প্রাক্তন অধিনায়ককে সেই ভূমিকাতেই দেখতে চান অরূপ বিশ্বাস। উত্তরও দিলেন সৌরভ (Sourav Ganguly)।

শনিবার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বই উন্মোচন ঘিরে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং দমকল মন্ত্রী সুজিত বসুও। প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের খেলাধূলার সময়ের কথাই উঠে আসে সকলের মুখে। প্রশান্ত বন্দ্যোপাধ্যায় নিজে যেমন আপ্লুত। তেমনই তাঁর এই বই নিয়ে সকলের মুখেই নানান কথা। নানান স্মৃতিচারণাই শোনা গেল সৌরভ থেকে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর মুখেও।

এদিন অরূপ বিশ্বাস, সৌরভ গঙ্গোপাধ্যায়, “সুজিত বসুদের হাত দিয়েই উদ্বোধন হয় সেই অটো বায়োগ্রাফি। সেই মঞ্চেই সৌরভের কাছে বিশেষ আবদার অরূপের। তিনি বলেন, সৌরভকে মাঠে খেলতে দেখেছি। বারবার বোলারদের মাঠের বাইরে ফেলতে দেখেছি। অধিনায়ক হিসাবেও দেখেছি। তাঁকে ক্রিকেটের প্রশাসক হিসাবেও সর্বোচ্চ মঞ্চে দেখেছি। একটাই প্রশ্ন, ভারতীয় দলের প্রশিক্ষক হিসাবে কবে দেখতে পাব”।

তাঁর প্রশ্নের উত্তরও দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান, “কোচ হিসাবে জানি না। তবে একটা কথা বলছি ইচ্ছে আছে। কবে হবে তা জানি না। সময় আছে। বয়স আছে। তবে খেলা, প্রশাসন এবং কোচ, এই তিনটের মধ্যে যদি কোনও কিছু বাছতে বলেন তবে সেটা হল খেলা”।

কয়েকদিন আগেও এই একই কথা শোনা গিয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

spot_img

Related articles

ফাঁসির মঞ্চে প্রাণ দেওয়া ‘বসুকে’ ওরা ‘সিং’ বানাচ্ছে কেন? কড়া নিন্দা মুখ্যমন্ত্রীর

শহিদ ক্ষুদিরামের ফাঁসির রায়ের ঐতিহাসিক নথি হাতে পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। খতিয়ে দেখার পরেই তীব্র নিন্দা...

গুঞ্জনের সমাপ্তি, বিয়ের পিঁড়িতে ‘বাহুবলী’ প্রভাস!

প্রায় দুবছর ধরে বিয়ের গুঞ্জন চলার পর এবার কি দক্ষিণী সিনেপাড়ায় সানাইয়ের সুর? শোনা যাচ্ছে বিয়ে করতে চলেছেন...

সেপ্টেম্বরের শুরুতে সুপ্রিম কোর্টে ওবিসি শুনানি: আশ্বাস প্রধান বিচারপতির

সংরক্ষণের জটে বারবার রাজ্যের পঠন পাঠন থেকে নিয়োগকে থমকে যেতে হয়েছে। ওবিসি নিয়ে বারবার বিরোধীদের মামলা দায়ের করায়...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ অগাস্ট (মঙ্গলবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...