একের পর এক নাম প্রস্তাব। এবার সরাসরি দিল্লির দরবারে বিজেপির বঙ্গ নেতারা। তিন লবিতে বিভক্ত বিজেপির রাজ্য সভাপতি কে হবেন, তা নিয়ে প্রবল দড়ি টানাটানি শুভেন্দু (Suvendu Adhikary), সুকান্ত (Sukanta Majumder) আর আরএসএস-এর (RSS) মধ্যে। নিজেরা পদ পাবেন না জেনেই ‘নিজের লোক’ নিয়ে তদ্বির দিল্লিতে।

এক ব্যক্তি এক পদ নীতি থেকে কবেই সরে আসতে বাধ্য হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তবে বিধানসভা নির্বাচনের আগে যোগ্য ব্যক্তির হাতে দলের রাশ তুলে না দিলে যে নির্বাচনে আসন সংখ্যা ৫০-এর নিচে নেমে যাবে তা দলের অভ্যন্তরীণ সমীক্ষায় স্পষ্ট। তাই নতুন রাজ্য সভাপতি (state president) নির্বাচন আবশ্যিক। কিন্তু সেই পদে কে?

রাজ্য সভাপতি (state president) হওয়ার আশা নেই বুঝে নিজের লোক অগ্নিমিত্রাকে (Agnimitra Paul) নিয়ে দিল্লিতে দরবারে শুভেন্দু (Suvendu Adhikary)। মহিলা বিধায়ক হওয়ার সুবাদে অগ্নিমিত্রার রাজ্য সভাপতি হওয়ার সম্ভাবনা রয়েছে বসেই শুভেন্দু তাঁকে তুলে ধরার চেষ্টা চালাচ্ছেন। আদতে পিছন থেকে সভাপতিত্ব চালাবেন শুভেন্দুই উদ্দেশ্যটা ছিল তাই।

প্রায় একই উদ্দেশ্যে নিজের লোক জ্যোতির্ময় সিং মাহাতোর (Jyotirmoy Singh Mahata) নাম প্রস্তাব করেছেন বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তার আমলে বাংলায় বিজেপির যে নিম্নগতি তাতে তাঁকে যে আর দল রাজ্য সভাপতি পদে রাখবে না সেটা কার্যত তিনি বুঝেই গিয়েছেন। তাই নিজের দল ভারি রাখতে সাংসদ জ্যোতির্ময়ের নাম প্রস্তাব করেন তিনি।

বিজেপির এই দুইজন নেতার পাশাপাশি রয়েছে আরএসএস (RSS)। প্রস্তাব রয়েছে রাজ্য সভাপতি নির্বাচনের জন্য আরএসএস-এর দাবি রাজ্য সভাপতি হতে হবে সংঘের সদস্যকে। সেক্ষেত্রে তাদের পছন্দ শমিক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। যদিও একাধিক অভিযোগ রয়েছে শমিকের বিরুদ্ধে দলের অন্দরেই। সেক্ষেত্রে আরএসএস-এর চাপ থাকলেও ভট্টাচার্যের রাজ্য সভাপতি পদে আসা অনেকটাই অসম্ভব হয়ে গিয়েছে। সে ক্ষেত্রে সুকান্ত শুভেন্দু লবির মধ্যেই রাজ্য সভাপতির লড়াই জারি, খবর বিজেপির অন্দরমহলের।

–

–

–

–

–

–
–
–
–