রবিবাসরীয় মেঘলা আকাশে ছুটির দিনের সকাল শুরু। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। যার জেরে আজ সারাদিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি (Rain )চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

বাংলায় পুরোদমে বর্ষা চলছে। গত সপ্তাহে দফায় দফায় বৃষ্টির পর এই সপ্তাহেও আগামী মঙ্গলবার পর্যন্ত বর্ষণমুখর রাজ্যের ছবিটাই ধরা পড়বে বলে মনে করছেন হাওয়া অফিসের কর্তারা। রবিবার উত্তর ২৪ পরগনায় প্রতিবারই বৃষ্টির পাশাপাশি হাওড়া হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সোমবার থেকে বৃষ্টি বাড়বে হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। কলকাতাতেও মাঝারি বৃষ্টি হতে পারে।সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকবে। বুধবার থেকে পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা রয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–