Sunday, January 11, 2026

পুলিশের কাছেই আটকে গেল মোহনবাগান, হার দিয়ে শুরু যাত্রা

Date:

Share post:

ইস্টবেঙ্গল সিএফএলে যখন শুরুটা ৭ গোল দিয়ে করল, সেখানেই আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) শুরুটা একেবারেই ভাল হল না। পুলিশের (Police AC) কাছে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। লিগের প্রথম ম্যাচেই ০-১ গোলে হেরে গেল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। গোটা ম্যাচে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে বারবারই ব্যর্থ হল সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলাররা। যদিও এখনই এই নিয়ে ভেঙে পড়তে নারাজ সবুজ-মেরুন ব্রিগেড। কারণ সবে লিগ শুরু হয়েছে।

ডেগি কার্ডোজোর (Deggie Cardozo) তত্ত্বাবধানে এবারের কলকাতা প্রিমিয়ার লিগেও নেমেছে মোহনবাগান (MBSG)। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই যুবভারতীতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের। তারুণ্যে ভরপুর দল নিয়েই এদিন মাঠে নেমেছিল মোহনবাগান। কারণ এখান থেকেই সিনিয়র দলে সুযোগ পেতে পারে কোনও কোনও ফুটবলার। সেখানেই শুরুটা ভালোভাবে করতে পারল না তারা।

যদিও এদিন শুরুটা কিন্তু খুব একটা খারাপ ভাবে করেনি মোহনবাগান। অন্তত প্রথম ১০ থেকে ১৫ মিনিট মোহনবাগানের আক্রমণই ছিল বেশি। কিন্তু পুলিশ এসির গোলকরক্ষ সুরজ ছিলেন এদিন দুরন্ত ফর্মে। পরপর দুবারই সালাউদ্দিনকে রুখে দেন তিনি। এরপরই ধীরে ধীরে খেলা ফিরতে শুরু করে পুলিশ এসি। তবে মোহনবাগানেরও পাল্টা আক্রমণ জারি ছিল। বরং পুলিশের থেকে মোহনবাগানই সুযোগ তৈরি করেছিল বেশি। কিন্তু কাজে লাগাতে পারেনি।

অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মহম্মদ আমিল নাইমের গোলে এগিয়ে যায় পুলিশ এসি। বিরতির পর বারবার আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। ০-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হল তাদের। সেইসঙ্গে গতবারের বদলাও নেওয়া হল না সবুজ-মেরুন ব্রিগেডের। গতবারও এই পুলিশ এসির কাছে ২-৩ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট।

spot_img

Related articles

চাকরির টোপ দিয়ে পাচার, মায়ানমারে উদ্ধার ২৭ ভারতীয়

বেশ কয়েক সপ্তাহ ধরেই চলছিল উৎকণ্ঠা। অবশেষে সেই টানটান উত্তেজনার অবসান। মায়ানমারের(Myanmar) দুর্গম এলাকায় পাচার হয়ে যাওয়া ২৭...

অশ্লীল কনটেন্ট বরদাস্ত নয়, কেন্দ্রের চিঠির পরই পদক্ষেপ এক্সের

ভারতীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের (Ministry of Electronics and Information Technology) কড়া চিঠির পর আসবে অশ্লীল কনটেন্ট ছড়ানোর অভিযোগে এখনও...

চমক! এগিয়ে গেল ‘মর্দানি ৩’-এর মুক্তির দিন

রানি মুখার্জির কেরিয়ারের অন্যতম নজরকাড়া সিনেমা ‘মর্দানি’ সিরিজ। একেবারে অন্যরূপে দেখা পাওয়া গিয়েছে তাঁকে। এবার প্রকাশ্যে ‘মর্দানি ৩’-এর(Mardaani...

নিম্নচাপের মেঘে পথ হারালো শীত, একধাক্কায় ১৫ ডিগ্রির ঘরে কলকাতার তাপমাত্রা!

রবিবাসরীয় সকালে কনকনে শীতের (Winter ) ভাব উধাও। একদিনে প্রায় সাড়ে তিন ডিগ্রি পারদ বেড়ে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা...