Wednesday, November 5, 2025

পুলিশের কাছেই আটকে গেল মোহনবাগান, হার দিয়ে শুরু যাত্রা

Date:

Share post:

ইস্টবেঙ্গল সিএফএলে যখন শুরুটা ৭ গোল দিয়ে করল, সেখানেই আরেক প্রধান মোহনবাগান সুপারজায়ান্টের (MBSG) শুরুটা একেবারেই ভাল হল না। পুলিশের (Police AC) কাছে আটকে গেল সবুজ-মেরুন ব্রিগেড। লিগের প্রথম ম্যাচেই ০-১ গোলে হেরে গেল মোহনবাগান সুপারজায়ান্ট (MBSG)। গোটা ম্যাচে বেশ কয়েকটা সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে বারবারই ব্যর্থ হল সবুজ-মেরুন ব্রিগেডের ফুটবলাররা। যদিও এখনই এই নিয়ে ভেঙে পড়তে নারাজ সবুজ-মেরুন ব্রিগেড। কারণ সবে লিগ শুরু হয়েছে।

ডেগি কার্ডোজোর (Deggie Cardozo) তত্ত্বাবধানে এবারের কলকাতা প্রিমিয়ার লিগেও নেমেছে মোহনবাগান (MBSG)। প্রায় দুই সপ্তাহ আগে থেকেই যুবভারতীতে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল মোহনবাগানের। তারুণ্যে ভরপুর দল নিয়েই এদিন মাঠে নেমেছিল মোহনবাগান। কারণ এখান থেকেই সিনিয়র দলে সুযোগ পেতে পারে কোনও কোনও ফুটবলার। সেখানেই শুরুটা ভালোভাবে করতে পারল না তারা।

যদিও এদিন শুরুটা কিন্তু খুব একটা খারাপ ভাবে করেনি মোহনবাগান। অন্তত প্রথম ১০ থেকে ১৫ মিনিট মোহনবাগানের আক্রমণই ছিল বেশি। কিন্তু পুলিশ এসির গোলকরক্ষ সুরজ ছিলেন এদিন দুরন্ত ফর্মে। পরপর দুবারই সালাউদ্দিনকে রুখে দেন তিনি। এরপরই ধীরে ধীরে খেলা ফিরতে শুরু করে পুলিশ এসি। তবে মোহনবাগানেরও পাল্টা আক্রমণ জারি ছিল। বরং পুলিশের থেকে মোহনবাগানই সুযোগ তৈরি করেছিল বেশি। কিন্তু কাজে লাগাতে পারেনি।

অবশেষে প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে মহম্মদ আমিল নাইমের গোলে এগিয়ে যায় পুলিশ এসি। বিরতির পর বারবার আক্রমণ করলেও ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। ০-১ গোলে হেরেই মাঠ ছাড়তে হল তাদের। সেইসঙ্গে গতবারের বদলাও নেওয়া হল না সবুজ-মেরুন ব্রিগেডের। গতবারও এই পুলিশ এসির কাছে ২-৩ গোলে হেরে গিয়েছিল মোহনবাগান সুপারজায়ান্ট।

spot_img

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...