Monday, January 12, 2026

হিমাচলে মেঘভাঙা বৃষ্টির দোসর হড়পা বান! বাড়ছে নিখোঁজের তালিকা 

Date:

Share post:

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হিমাচল প্রদেশ (Excessive Rain in Himachal Pradesh)। একদিকে মেঘভাঙা বৃষ্টি অন্যদিকে হড়পা বান (flash Flood), জোড়া ফলায় বাড়ছে মৃতের সংখ্যা। দীর্ঘ হচ্ছে নিখোঁজের তালিকাও। প্রশাসনিক সূত্রে খবর গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে ১১ বার মেঘভাঙা বৃষ্টি হয়েছে, চারটি হড়পা বান ও একটি বড় ধস নেমেছে। উদ্ধার কাজ শুরু করেছে বিপর্যয় মোকাবিলা টিম।শুধুমাত্র মান্ডি জেলায় এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১০ জন, আহত হয়েছেন বহু মানুষ। শেষ পাওয়া খবর অনুযায়ী নিখোঁজ অন্তত ৪০! সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দুর্যোগের জেরে মান্ডি জেলায় বিকল ৯৯৪টি ট্রান্সফর্মার। বিদ্যুৎ বিভ্রাট ব্লকে ব্লকে।

আইএমডির (IMD) পূর্বাভাস সত্যি করে বৃষ্টির জেরে একের পর এক ধস নামছে হিমাচল প্রদেশের বিভিন্ন রাজ্যে। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মান্ডি জেলা। সোমবার সন্ধের পর থেকে বৃষ্টি হয়েছে প্রায় ২৫৪ মিলিমিটার।কাংড়া, সোলান, সিরমৌর, কারসোগ, থুনাগ, পাণ্ডব শীলা, ধর জরোল ও জোগিন্দরনগরের নেরি-কোটলা এলাকা থেকে ইতিমধ্যে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ।গোহার, কারসোগ ও থুনাগে মোতায়েন রয়েছে এনডিআরএফ ও এসডিআরএফ-এর দুটি করে দল। স্টেট এমার্জেন্সি অপারেশন সেন্টার (SEOC)-এর তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ২৪টি বাড়ি ও ১২টি গবাদি পশুর আস্তানা ধসে গিয়েছে। সারা রাজ্যে বন্ধ ৪০৬টি রাস্তা, যার মধ্যে শুধু মান্ডিতেই বন্ধ ২৪৮টি রাস্তা। মান্ডির পাণ্ডোহ জলাধারে জলস্তর পৌঁছে গিয়েছে ২ হাজার ৯২২ ফুটে, যা ২ হাজার ৯৪১ ফুটের বিপদসীমার একেবারে কাছে। এর সঙ্গে আবার দেড় লক্ষ কিউসেক অতিরিক্ত জল ছাড়া হয়েছে। মঙ্গল ও বুধে অন্তত সাড়ে তিনশো জনকে উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ বহু।

 

spot_img

Related articles

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...

সোমে মিলনমেলায় ডিজিটাল যোদ্ধাদের সঙ্গে বৈঠকে অভিষেক

বাংলা বহিরাগত জমিদারদের হাতে অপমানিত, লাঞ্ছিত। সেই বাংলাবিরোধীদের মিথ্যা ও অপপ্রচারের মোকাবিলায় তৃণমূল ময়দানে নামিয়েছে ডিজিটাল যোদ্ধাদের। ডিজিটাল...

অনুপ্রবেশকারী খুঁজবে AI! নির্বাচনে নতুন গ্যাঁড়াকল শিণ্ডে-ফড়নবিশ জোটের

ভোটের আগে ফের মাথা চাড়া দিচ্ছে মানুষের উপর নজরদারি আর হয়রানির রাজনীতি। পশ্চিমবঙ্গে নির্বাচন কমিশনের নতুন অ্যাপ ব্যবহার...