শহরের পরিবহণ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে রাখতে এক বড়সড় উদ্যোগ নিল রাজ্য পরিবহণ দফতর। পুজোর আগেই কলকাতার রাস্তায় নামতে চলেছে পরিবেশবান্ধব সিএনজি-চালিত নতুন এসি বাস। এই ‘গ্রিন বাস’ প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে চালু হবে ২০০টি নতুন বাস। প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ১২৫ কোটি টাকা। পরিবহণ দফতরের পরিকল্পনা অনুযায়ী, এই বাসগুলির মধ্যে থাকবে ৫০টি স্ট্যান্ডার্ড ডিজেল এসি বাস, ৫০টি সেমি ডিজেল এসি বাস এবং ১০০টি মিনি এসি বাস। বাসগুলির ভাড়া রাখা হবে বর্তমানে চালু থাকা এসি বাসের সমান। মিনি বাসে থাকবে ৩১টি আসন এবং বড় বাসে থাকবে ৪২টি আসন।

দফতরের মতে, এই আধুনিক বাসগুলিতে যেমন যাত্রীদের স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, তেমনই সিএনজি নির্ভর প্রযুক্তির মাধ্যমে বায়ুদূষণও অনেকটাই কমবে। শহরের বাতাস হবে আরও পরিষ্কার এবং স্বাস্থ্যকর। উল্লেখযোগ্য যে, কলকাতার এসি বাস পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই যাত্রীদের অসন্তোষ ছিল— রক্ষণাবেক্ষণের ত্রুটি, সময়সূচি না মানা এবং মাঝপথে বাস বন্ধ হয়ে যাওয়া নিয়ে নানা অভিযোগ উঠে এসেছে। সেই সমস্ত সমস্যারই স্থায়ী সমাধানে পুরনো বাসগুলির জায়গায় এবার রাস্তায় নামবে আধুনিক প্রযুক্তি-নির্ভর নতুন বাস।

পরিবহণ দফতরের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘‘এই বাসগুলি পরিবেশবান্ধব তো বটেই, একইসঙ্গে শহরের যাত্রীদের আরামদায়ক যাত্রার অভিজ্ঞতা দেবে।’’ পুজোর আগেই অন্তত ৫০টির বেশি বাস রাস্তায় নামানোর পরিকল্পনা করা হয়েছে। চালকদের দক্ষতা বৃদ্ধিতেও উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। নতুন প্রযুক্তি-চালিত বাস ব্যবস্থাপনায় দক্ষতা আনতে চালকদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে। সব মিলিয়ে যাত্রী পরিষেবায় এক নতুন দিশা দেখাতে চলেছে রাজ্যের এই পরিবহণ উদ্যোগ।

আরও পড়ুন – ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

_

_

_

_

_

_

_
_
_
_
_