Friday, November 7, 2025

গিলের দ্বিশতরান, ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারত অধিনায়কের

Date:

Share post:

দলের সবচেয়ে কঠিন সময়ে হাল ধরলেন। সেইসঙ্গেই ইংল্যান্ডের মাটিতে তৈরি করলেন নতুন ইতিহাস। সুনীল গাভাসকর (Sunil Gavaskar) থেকে বিরাট কোহলিরা (Virat Kohli) যা করতে পারেননি, সেটাই ইংল্যান্ডের মাটিতে করলেন অধিনায়ক শুভমন গিল (Shubman Gill)। প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ইংল্যান্ডে টেস্টে দ্বিশতরানের রেকর্ড গড়লেন শুভমন গিল (Shubman Gill)। সেইসঙ্গে ভারতকেও একটা শক্তিশালী জায়গায় পৌঁছে দিলেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে গৌতম গম্ভীর (Gautam Gambhir), দায়িত্বটা যে ভুল কাঁধে দেননি তা হয়ত এদিনই বুঝিয়ে দিলেন ভারতীয় দলের তরুণ অধিনায়ক।

দলের কঠিন সময়ে হাল ধরেছিলেন প্রথম দিন থেকে। সেই থেকেই কার্যত একা হাতেই লড়াইটা শুরু। অবশ্যই রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তাঁকে সঙ্গ না দিলে লড়াইটা আরও অনেকটাই কঠিন হয়ে যেত। শুভমনের (Shubman Gill) চওড়া ব্যাটে ভারতের বড় রানের আশাও ক্রমশ বাড়তে থাকে। অবশেষে টেস্টের দ্বিতীয় দিনই সেই মাহেন্দ্রক্ষণ। টেস্ট কেরিয়ারে প্রথম দ্বিশতরান করলেন শুভমন গিল। সেইসঙ্গেই রানির দেশে ইতিহাসে ভারতীয় ক্রিকেট রাজপুত্র।

ভারতের কিংবদন্তী অধিনায়কদের ইংল্যান্ডের মাটিতে টেস্টে দ্বিশতরানের রেকর্ড নেই। সেটাই করলেন এবার শুভমন গিল (Shubman Gill)। অধিনায়ক হিসাবে তার অনেক আগেই তিনি রেকর্ড গড়ে ফেলেছিলেন। কিন্তু গিলকে এখন আটকে রাখা ব্রিটিশ বোলারদের কাছে কার্যত দুঃসাধ্য একটা ব্যাপার। অপেক্ষাটা ছিল সেই সময়টার। গিলের শর্ট রান নিতেই গোটা এজবাস্টন ফেটে পড়ল হাত তালিতে। হবে নাই বা কেন প্রথম ভারতীয় অধিনায়ক হিসাবে ব্রিটিশদের ঘরে গিল তখন দ্বিশতরানের মালিক। দলের রানও কার্যত বিরাট জায়গায়।

শুভমন গিলের এমন রেকর্ডের পর থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে নেমেছে শুভেচ্ছা বার্তার ঢল। প্রাক্তন থেকে বিশেষজ্ঞ সকলেই আপ্লুত নতুন অধিনায়কের এমন পারফরম্যান্সে। বিরাট, রোহিতদের উত্তরাধিকার হিসাবে গিল যে একেবারেই যোগ্য তা বলার অপেক্ষা হয়ত আর রাখে না।

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...