ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে দায়ের হয়েছে মামলা। ভণ্ডসাধু কার্তিকের হয়ে আবার মামলা লড়ছেন বিজেপির আইনজীবী কৌস্তভ বাগচী।

বৃহস্পতিবার সেই মামলায় রুদ্ধদ্বার শুনানি শুরু হয়। কিন্তু এই ইন-ক্যামেরা শুনানি নিয়ে আদালতে আপত্তি জানিয়েছে রাজ্য। ‘ধর্ষক’ কার্তিকের মামলায় রুদ্ধদ্বার শুনানির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। তারপরই বিচারপতি মামলাকারী কার্তিক মহারাজকে লিখিত আবেদন করতে বললেন। কেন রুদ্ধদ্বার শুনানির প্রয়োজন, তা জানাতে হবে কার্তিক মহারাজকে। তার ভিত্তিতেই রাজ্যের আপত্তি শুনবে আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি। আগামী শুনানি পর্যন্ত আদালতের কাছে অন্তর্বর্তী রক্ষাকবচ চান কার্তিক মহারাজ। রাজ্য আদালতকে জানিয়েছে, বিচারাধীন মামলায় পরবর্তী শুনানি পর্যন্ত পুলিশ মহারাজের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না।

আরও পড়ুন – বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার

_

_

_

_

_

_

_

_
_
_
_
_