বিজেপি শাসিত বিহারে (Bihar) পরীক্ষার খাতায় নম্বর নিয়ে গণিতবিদরাও হতবাক। ১০০ নম্বরের পরীক্ষায় ২৫৭ পেলেন এক পড়ূয়া! এটা কীভবে সম্ভব তাঁর কোনও উত্তর নেই। নীতীশের রাজ্যে পরীক্ষা (Examination) ব্যবস্থা যে কতটা খারাপ হয়েছে তা সকলের চোখে পড়ছে।

দিন কয়েক আগে বিহারের (Bihar) মুজফ্ফরপুরের বাবাসাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের তৃতীয় সিমেস্টারের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেই ফল নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। এক পড়ুয়া (Student) ১০০ নম্বর লেখা পরীক্ষায় ২৭৫ পেয়েছেন এছাড়াও ৩০ নম্বর প্র্যাকটিক্যাল পরীক্ষায় পেয়েছেন ২২৫। কিন্তু তাও তাঁকে পাশ করানো হয়নি। কেন এরকম রেজাল্ট তা নিয়ে তদন্তের দাবি তুলেছেন একাংশের পড়ুয়ারা।
আরও খবর: রক্ষকই যোগীরাজ্যের ভক্ষক! দলিত নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ পুলিশের

কিছু ছাত্রছাত্রীদের অভিযোগ, কলেজের অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর পরীক্ষার ফলের সঙ্গে যোগ করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৯০০০ পড়ুয়া পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে ৮০০০ জন পাশ করেছেন। হিন্দি, ইংরেজি এবং বিজ্ঞানের পড়ুয়াদের অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহুবার একই ধরনের ভুল করছেন। কাউকে অতিরিক্ত নম্বর দিচ্ছেন। আবার কাউকে সামান্য কিছু নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়া হচ্ছে।

–


–


–
–

–
–
–

–

–

–

–
