Monday, August 25, 2025

বৃষ্টিভেজা উইকেন্ডে থ্রিলারের সম্ভারে ‘বরষার বই-তরণী’ কলেজ স্ট্রিটে 

Date:

Share post:

আষাঢ়ের বর্ষণমুখর শুক্রবারে বইপাড়ায় বইমেলার আয়োজন। কলেজ স্ট্রিটের কফি হাউজের তিন তলায় দীপ প্রকাশনের (Deep Prakashan) প্রাঙ্গণে ‘থ্রিলার’ থিম নিয়ে আয়োজিত বইমেলায় হাজির অভিনেতা আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), বিশিষ্ট সাংবাদিক ও রাজনীতিবিদ কুণাল ঘোষ(Kunal Ghosh), অভিনেতা গৌরব চক্রবর্তী-সহ বহু সাহিত্যপ্রেমী বিশিষ্টরা। যাঁরা গোয়েন্দা গল্প পড়তে ভালবাসেন, থ্রিলারের প্রতি একটা আলাদা রোমাঞ্চ অনুভব করেন তাঁদের জন্য আগামী রবিবার পর্যন্ত এই অভিনব বইমেলার আয়োজন।

বইপাড়া মানে সেখানে নতুন- পুরনো বইয়ের গন্ধে একটা অন্যরকম আবেগে ভেসে যাওয়া। ছোট থেকে বড় প্রত্যেকের পছন্দের তালিকায় বেশ উপর দিকেই জায়গা করে নেয় গোয়েন্দা গল্প। কফি হাউজের ত্রিতলে ‘থ্রিলার’ থিম নিয়ে আয়োজিত বইমেলায় দীপ প্রকাশন, আনন্দ পাবলিশার্স, পত্রভারতী থেকে শুরু করে একগুচ্ছ প্রকাশনা সংস্থার নানা লেখকের বইয়ের সমাহার অবাক করার মতো। শুক্রবার এই মেলায় উপস্থিত হয়ে সাংবাদিক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘থিম ভিত্তিক এই ধরনের বইমেলা প্রথমবার আয়োজিত হল। রাজ্য তথা শহর কলকাতায় বিভিন্ন সময় বইমেলার আয়োজন হয় কিন্তু এই বইমেলায় শুধু গোয়েন্দাদের কারবার।’ কোথাও আসল গোয়েন্দাদের কাহিনী, কোথাও আবার লেখকের লেখনীতে সত্যান্বেষীর রহস্য সমাধানের গল্প।

এই বইমেলার অন্যতম আয়োজক দীপ প্রকাশনের কর্ণধার দীপ্তাংশু মণ্ডল বলেন, বরষার বই-তরণী উপলক্ষে ২৫ টি প্রকাশনের সংস্থা থেকে বই এসেছে। বই কেনাকাটির পাশাপাশি থাকছে সাহিত্যিক বইপ্রেমীদের নিয়ে আলোচনা চক্রও। বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধনের সময় কুণাল বলেন, যখন করোনার সময় বড় আকারের বইমেলা করা সম্ভব হচ্ছিল না তখনও উত্তর কলকাতার ঋষিকেশ পার্কে বইমেলার আয়োজন করা হয়েছিল এবং তাতে কলেজ স্ট্রিট থেকে শুরু করে শহরের বিভিন্ন প্রান্তের মানুষ প্রাণ খুলে তা সমর্থন করেছিলেন। কিন্তু এভাবে একটা থিমকে কেন্দ্র করে যে বইমেলার আয়োজন করা যায় সেই উদ্যোগ আজ শুরু হওয়ার পরই বিভিন্ন ক্লাব বা সংগঠন থেকে অনুরোধ আসছে যাতে পাড়ায় পাড়ায় এই ধরনের বই মেলা করা যায়। এটা থেকেই পরিষ্কার ‘থ্রিলার’ থিমের ওপর আয়োজিত এই বইমেলার সাফল্য। টলিপাড়ার বর্তমান অনস্ক্রিন ‘সত্যান্বেষী’ আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) থ্রিলার প্রেমের কথা কারোর অজানা নয়। এই মুহূর্তে সেভাবে তাঁকে গোয়েন্দা চরিত্রে দেখা না গেলেও, ‘বহুরূপী’ কিংবা ‘রক্তবীজ’-এর মতো সিনেমায় টানটান রহস্যের কিনারা করতে সিলভার স্ক্রিনে অনবদ্য ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গেছে তাঁকে। ‘বরষার বই-তরণী’তে উপস্থিত হয়ে অভিনেতা বলেন, যেহেতু বর্ষাকাল চলছে তাই ইনডোর বইমেলা নিঃসন্দেহে পাঠকদের আকর্ষণের অন্যতম কারণ হবে বলে তিনি আশাবাদী। আবির বলেন, সাহিত্য- সংস্কৃতি- আড্ডা- তর্কের পিঠস্থান বলে পরিচিত জায়গায় থ্রিলার থিমের উপর বই মেলা পড়ার ভাবনাটাই অসাধারণ। রহস্য -রোমাঞ্চের প্রতি মানুষের একটা আলাদা আকর্ষণ রয়েছে। আবিরের(Abir Chatterjee) কথায়, বাংলা সাহিত্যের লেখকদের প্রত্যেকেরই কমবেশি এক আধটা নিজের তৈরি গোয়েন্দা চরিত্র রয়েছে। কারণ এদের পাঠকরা ভালোবাসেন।তাই এই ধরনের বইমেলার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন টলি পাড়ার ‘সোনাদা’।

 

spot_img

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...