একদিকে ভক্তদের জন্য যথাযথ ব্যবস্থা, অন্যদিকে উপযুক্ত নিরাপত্তা। একদিকে পূজা অর্চনা থেকে আচারবিধি, অন্যদিকে অগণিত ভক্তের (devotees) প্রসাদ বিতরণ। সব মিলিয়ে উল্টোরথের রশিতে টানের আগে থেকেই সেই রথের দিনের উন্মাদনা দিঘায় (Digha)। রথের মতোই উল্টোরথেও ব্যাপক ভিড় হওয়ার খবর জেলা প্রশাসনের কাছে। ফলে শনিবার উল্টোরথে (Ultorath) যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তৎপরতা তুঙ্গে প্রশাসনের।

শনিবার বেলা দুটো নাগাদ গড়াতে পারে রথের চাকা। তার আগে সকাল থেকে চলবে বিভিন্ন আচারবিধি এবং ভোগ অর্পণের কাজ। বিকেল চারটেয় রথ টানা সম্পন্ন হবে। মূল রথের মতোই বাঁশের ব্যারিকেডের মধ্য থেকে রথের রশিতে স্পর্শ করতে পারবেন ভক্তরা (devotees)। শুক্রবার বিকেলে জগন্নাথদেবের মাসির বাড়ির সামনে সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের তরফ থেকে ভক্তদের জগন্নাথের মহাপ্রসাদ বিতরণ করা হয়। শনিবার, উল্টোরথের দিনও মাসির বাড়ি কমিটির তরফ থেকে ১০ হাজার মানুষকে অন্নপ্রসাদ বিতরণ করা হবে।

মূল রথের মতো উল্টোরথ (Ultorath) সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শুক্রবার জগন্নাথ মন্দিরে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে মুখ্যসচিব (Chief Secretary) মনোজ পন্থের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, স্নেহাশিস চক্রবর্তী এবং পুলক রায়। এছাড়াও ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং জেলা পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। মূল রথের মতোই কড়া নিরাপত্তার বলয়ে ঘিরে ফেলা হয়েছে গোটা দিঘাকে (Digha)। থাকবে একটি এয়ার অ্যাম্বুল্যান্স (air ambulance)। রাখা হচ্ছে দমকল এবং মেডিক্যাল টিম (medical team)।

জেলা পুলিশ সুপার (SP) সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, মূল রথের মতো আমরা উল্টোরথেও সমস্ত নিরাপত্তা এবং নজরদারির ব্যবস্থা করেছি। শুক্রবার রাত থেকেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে দিঘায়। জানা গিয়েছে, গোটা রথযাত্রায় নিরাপত্তার জন্য মোতায়েন থাকবে প্রায় দেড় হাজার পুলিশ। এছাড়াও থাকবে ড্রোন এবং সিসি ক্যামেরা। পিএইচইর তরফ থেকে ইতিমধ্যে বেশ কিছু ক্যাম্প করে পানীয় জলের (drinking water) ব্যবস্থা করা হয়েছে।

উল্টোরথের উৎসব ঘিরে সৈকত শহরে লক্ষাধিক মানুষের (devotees) সমাগমের অনুমান করে সকলের জন্য প্রসাদের ব্যবস্থা করেছে মন্দির কর্তৃপক্ষ। রঙিন আলোয় মুড়ে ফেলা হয়েছে গোটা সৈকত শহরকে। শুক্রবার বিকালেই মুখ্যমন্ত্রীর নির্দেশমতো দিঘায় পৌঁছে গিয়েছেন পাঁচ মন্ত্রী। তাঁরাই উল্টোরথ (Ultorath) সঠিকভাবে পরিচালনা করবেন।

আরও পড়ুন: ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

এদিন জগন্নাথ মন্দিরে (Jagannath temple) রথ পৌঁছে যাওয়ার পর তিনদিন রথের মধ্যেই অধিষ্ঠিত থাকবেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এরপর ৮ তারিখ তাঁদের নীলাদ্রি বিজয়ের মাধ্যমে তাঁদের গর্ভগৃহে প্রবেশ করানো হবে। মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশমতো রথে সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। মূল রথের মতোই উল্টোরথেও থাকবে সিসি ক্যামেরা এবং এলইডি স্ক্রিন।

–

–

–

–
–
–
–