মোহনবাগানের (MBSG) চার শর্ত। সেটা মানলে তবেই নাকি ডুরান্ড কাপে (Durand Cup) নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই কথা ডুরান্ড কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে সবুজ-মেরুন (MBSG) ম্যানেজমেন্টের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনও রকম উত্তর আসেনি। আর তাই ডুরান্ডে মোহনবাগানের খেলা ঘিরে যে ঘোর অনিশ্চয়তা রয়েই গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই ডুরান্ডের (Durand Cup) তরফে মোহনবাগানের (MBSG) কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল। খেলার কথা জানার জন্যই নাকি সেই চিঠি ছিল। তার উত্তরেই মোহনবাগান সুপারজায়ান্টের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানেই চারটি শর্ত। যার মধ্যে প্রধান শর্ত হল প্রস্তুতির জন্য মাঠ এবং টিকিট। এই মুহূর্তে মোহনবাগানকে(MBSG) প্রস্তুতি সারতে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্সের টার্ফে। ইতিমধ্যেই মাঠ নিয়ে নিয়েছে ডুরান্ড কমিটি। প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায় পড়েছে সবুজ-মেরুন ক্লাব।

সেইসঙ্গে গত দুই মরসুমে টিকিট নিয়ে বারবার কালোবাজারির অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত পরিমাণ টিকিট পায়নি মোহনবাগান। মোহনবাগানের ম্যাচেও মোহনবাগানের সমর্থকরা টিকিট পায়নি পর্যাপ্ত। সেই নিয়ে জোর সমালোচনা হয়েছিল। এবার সেই থেকেই শুরু হয়েছিল নানান কথাবার্তা। সেই কথাই এবার নিজেদের শর্তে জানানো হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টের তরফে।

এর পাশাপাশি আরও দুটো শর্ত দেওয়া হয়েছে সবুজ-মেরুনের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনওরকম উত্তর দেওয়া হয়নি। এছাড়া আরও একটা ব্যপার অবশ্য রয়েছে, যার ওপর মোহনবাগানের ডুরান্ড খেলা সবচেয়ে বেশি নির্ভর করছে।

আগামী ১৮ জুলাই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সেখানে যদি ফেডারেশনের বিরুদ্ধে রায় যায় এবং আইএসএল বন্ধ হয়ে যায়। তবে ডুরান্ড কাপে নামা থেকে বিরতই থাকবে মোহনবাগান সুপারজায়ান্ট।

–

–

–

–

–

–
–
–
–
–