Wednesday, August 20, 2025

ডুরান্ড খেলার জন্য মোহনবাগানের চার শর্ত

Date:

Share post:

মোহনবাগানের (MBSG) চার শর্ত। সেটা মানলে তবেই নাকি ডুরান্ড কাপে (Durand Cup) নামবে মোহনবাগান সুপারজায়ান্ট। ইতিমধ্যেই চিঠি দিয়ে সেই কথা ডুরান্ড কমিটিকে জানিয়ে দেওয়া হয়েছে সবুজ-মেরুন (MBSG) ম্যানেজমেন্টের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনও রকম উত্তর আসেনি। আর তাই ডুরান্ডে মোহনবাগানের খেলা ঘিরে যে ঘোর অনিশ্চয়তা রয়েই গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

কয়েকদিন আগেই ডুরান্ডের (Durand Cup) তরফে মোহনবাগানের (MBSG) কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল। খেলার কথা জানার জন্যই নাকি সেই চিঠি ছিল। তার উত্তরেই মোহনবাগান সুপারজায়ান্টের তরফে একটি চিঠি দেওয়া হয়েছে। সেখানেই চারটি শর্ত। যার মধ্যে প্রধান শর্ত হল প্রস্তুতির জন্য মাঠ এবং টিকিট। এই মুহূর্তে মোহনবাগানকে(MBSG) প্রস্তুতি সারতে হচ্ছে সেন্টার অব এক্সিলেন্সের টার্ফে। ইতিমধ্যেই মাঠ নিয়ে নিয়েছে ডুরান্ড কমিটি। প্রস্তুতি নিয়ে বেশ সমস্যায় পড়েছে সবুজ-মেরুন ক্লাব।

সেইসঙ্গে গত দুই মরসুমে টিকিট নিয়ে বারবার কালোবাজারির অভিযোগ উঠেছিল। পর্যাপ্ত পরিমাণ টিকিট পায়নি মোহনবাগান। মোহনবাগানের ম্যাচেও মোহনবাগানের সমর্থকরা টিকিট পায়নি পর্যাপ্ত। সেই নিয়ে জোর সমালোচনা হয়েছিল। এবার সেই থেকেই শুরু হয়েছিল নানান কথাবার্তা। সেই কথাই এবার নিজেদের শর্তে জানানো হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টের তরফে।

এর পাশাপাশি আরও দুটো শর্ত দেওয়া হয়েছে সবুজ-মেরুনের তরফে। যদিও এখনও পর্যন্ত ডুরান্ডের তরফে মোহনবাগানের কাছে কোনওরকম উত্তর দেওয়া হয়নি। এছাড়া আরও একটা ব্যপার অবশ্য রয়েছে, যার ওপর মোহনবাগানের ডুরান্ড খেলা সবচেয়ে বেশি নির্ভর করছে।

আগামী ১৮ জুলাই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। সেখানে যদি ফেডারেশনের বিরুদ্ধে রায় যায় এবং আইএসএল বন্ধ হয়ে যায়। তবে ডুরান্ড কাপে নামা থেকে বিরতই থাকবে মোহনবাগান সুপারজায়ান্ট।

spot_img

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...