শনিবার নির্বিঘ্নে কেটেছে উল্টোরথ। আজ মহরম। সুষ্ঠুভাবে পালনে কলকাতাজুড়ে (Kolkata) কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। লালবাজার (Lalbazar) সূত্রে খবর, শহরের নিরাপত্তার জন্য ৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। মহরম উপলক্ষে শহরে যে সব তাজিয়া বের হবে তার সামনে ও পিছনে থাকবে পুলিশ। কোনওরকম বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ এলাকা, মোড়গুলিতে থাকবে পুলিশ (Police)। এছাড়া বসছে পুলিশ পিকেট।

সব ডিভিশনের ডিসি, এসি সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এদিন রাস্তায় থাকবেন ও চলবে নজরদারি। শুধু ট্র্যাফিক নিয়ন্ত্রণ নয়, শহরের নিরাপত্তার বিষয়টিও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। উল্টোরথকে ঘিরে উৎসবের মেজাজ রাজ্যজুড়েই। মাহেশ থেকে কলকাতার (Kolkata) ইসকন সর্বত্রই জনসমাগম। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সব এলাকা। তার মধ্যেই মহরম। প্রসঙ্গত, ইসলামিক ক্যালেন্ডারের প্রথম এবং সবচেয়ে পবিত্র মাস হল মহরম। এটি হিজরি নববর্ষের সূচনা করে। চাঁদ দেখার উপর নির্ভর করে মহরমের সঠিক তারিখ নির্ধারণ করা হয়। চলতি বছর মহরম ৬ জুলাই পালিত হবে।

–

–

–

–

–

–

–

–
–
–
–