দক্ষিণ কলকাতার আইন কলেজের (South Calcutta Law College) ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার পর কেটে গেছে দশ দিন। নিরাপত্তার কথা মাথায় রেখে তড়িঘড়ি কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত হলেও পরবর্তীতে তা বদল করা হয়। অবশেষে নির্দেশমতোই সোমবার থেকে খুলে গেল কসবা ল’কলেজ। যদিও এদিন কোনও ক্লাস হবে না বলে কলেজ কর্তৃপক্ষের তরফে জানা গেছে। সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত চলবে পরীক্ষার ফর্ম ফিলআপ। গাইডলাইন মেনে মঙ্গলবার থেকে স্নাতকোত্তরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় (Nayna Chatterjee)।
আদালতে নির্দেশ মতো অন্যান্য এই প্রতিষ্ঠানে ইউনিয়ন রুম বন্ধ থাকছে। আগের নিরাপত্তা সংস্থার সঙ্গে চুক্তি বাতিল করায় আজ থেকে নতুন সংস্থা দায়িত্ব নেবে বলে সূত্র মারফত জানা গেছে। ইতিমধ্যেই সকালে শিক্ষার্থী এবং অধ্যাপক -অধ্যাপিকারা কলেজে পৌঁছেছেন। শুরু হয়েছে পরীক্ষা প্রস্তুতির যাবতীয় কাজকর্ম। নতুন নিয়ম অনুসারে দুপুর দুটোর পর কেউ কলেজ ক্যাম্পাসে থাকতে পারবে না। নিরাপত্তারক্ষীদেরও এই নির্দেশ মানতে হবে। কলেজে প্রবেশের সময় প্রত্যেক পড়ুয়াদের বৈধ আইডি কার্ড দেখানো বাধ্যতামূলক। উপযুক্ত কারণ ছাড়া কোনও শিক্ষার্থীকেই কলেজে প্রবেশ করতে দেওয়া হবে না। নিয়মের কড়াকড়ির মধ্যে পুলিশও মোতায়েন রয়েছে কসবা ল’কলেজে।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–


