খেলা না থাকলে বিরাট কোহলি (Virat Kohli) এখন পরিবারের সঙ্গে লন্ডনেই থাকতে পছন্দ করেন। সেই মতো স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও পুত্র- কন্যাকে নিয়ে আপাতত ব্রিটিশ ভূমিতেই রয়েছেন ভারতীয় ক্রিকেটের কিং। যদিও এই মুহূর্তে তিন ইন্ডিয়া ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলছে কিন্তু ক্রিকেট স্টেডিয়ামে নয় বরং উইম্বলডনের (Wimbledon) গ্যালারিতে সোমবার ক্যামেরাবন্দি হলেন বিরুস্কা। প্রেমের সম্পর্কের দশ বছর পরেও যেভাবে তাঁরা একসঙ্গে জীবনের ছোট বড় নানা মুহূর্ত উপভোগ করেন তার প্রশংসায় পঞ্চমুখ নেট পাড়া।

নোভাক জকোভিচের ম্যাচ দেখলেন তারকা দম্পতি। থেকে টেনিস তারকার থেকে বেশি ভাইরাল হল কোহলিদের ছবি।এক দশক আগে তাঁদের প্রেমের সাক্ষী ছিল উইম্বলডন। দশ বছর পরও ফিরল সেই চেনা ছবি। যেখানে তারকা জুটি মানেই বিচ্ছেদের খবর, সেখানে বিরুস্কাকে ব্যতিক্রমী উদাহরণ বলে মনে করেন অনুরাগীরা। গত কয়েকদিন ধরে লন্ডনের পথে তাঁদের হেঁটে বেড়ানোর ছবি-ভিডিও ভাইরাল হয়েছিল। সোমবার জকোভিচ বনাম অ্যালেক্স দিমিনউর ম্যাচ দেখছিলেন তারকা দম্পতি। পরে ম্যাচের একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন বিরাট(VK ) নিজেই। শুভেচ্ছা জানান নোভাককে। এরপরই অনুরাগীদের স্মৃতিচারণায় ফিরেছে ২০১৫ সালের ছবি। তখনকার প্রেমিকা অনুষ্কাকে নিয়ে টেনিস ম্যাচ দেখতে গিয়েছিলেন বিরাট। তার বছরদুয়েক পরে সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। ১০ বছরেও ‘পাওয়ার কাপলে’র প্রেম এতটুকু কমেনি, এমনটাই মনে করছেন নেটিজেনরা। দুটি ছবি পাশাপাশি বসিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা শুরু ফ্যানেদের।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–


