কোচবিহারের বাসিন্দাকে NRC নোটিশ, ‘গণতন্ত্রের উপর আক্রমণে’ তীব্র প্রতিক্রিয়া মমতার 

Date:

Share post:

অসমের ফরেনার্স ট্রাইবুনাল থেকে কোচবিহারের দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে NRC নোটিশ পাঠানোর ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কটাক্ষ, “৫০ বছরেরও বেশি সময় ধরে বাংলা বাস করা এক রাজবংশী নাগরিককে ‘বিদেশি’ বলা আমাদের গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ ছাড়া কিছু নয়।”

উত্তম কুমার ব্রজবাসী, যিনি দিনহাটার স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে নানা সরকারি পরিচয়পত্র বহন করছেন, তাঁকে অসমের ফরেনার্স ট্রাইবুনাল ‘বিদেশি’ বা ‘অবৈধ অনুপ্রবেশকারী’ সন্দেহে নোটিশ পাঠিয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য, এই ঘটনা প্রমাণ করে অসমের বিজেপি সরকার পশ্চিমবঙ্গে এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে—যেখানে তাদের কোনও সাংবিধানিক ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন , “এটি একটি পূর্বপরিকল্পিত চক্রান্ত। বিজেপি প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নিতে এবং বাংলার মানুষের পরিচয় মুছে দিতে চাইছে। এই অসাংবিধানিক আগ্রাসন জনবিরোধী।”তিনি আরও জানান, এই পরিস্থিতিতে সমস্ত বিরোধী দলগুলিকে একজোট হয়ে বিজেপির বিভাজনমূলক এবং দমনমূলক রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তাঁর হুঁশিয়ারি, “ভারতের সংবিধানকে যারা ছিঁড়ে ফেলতে চায়, তাদের বাংলার মানুষ চুপ করে দেখতে বসে থাকবে না।”

এই ঘটনাকে কেন্দ্র করে ফের স্পষ্ট হল, এনআরসি ইস্যুতে বিজেপি শাসিত রাজ্যগুলির পদক্ষেপ শুধু সীমান্ত রাজ্যগুলিতে নয়, সংবিধান এবং নাগরিক অধিকারের বৃহত্তর প্রশ্নেও বড়সড় সংকট সৃষ্টি করছে।

 

spot_img

Related articles

সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর,...

সুপ্রিম নির্দেশে বাতিল প্যানেলের চাকরিহারাদের ফিরবে পুরোনো চাকরি! ২৫ অক্টোবর কাউন্সেলিং এসএসসির

২০১৬ সালের বাতিল প্যানেলের আনটেন্টেড চাকরিহারাদের মধ্যে যারা আগে সরকারি স্কুলে চাকরি করতেন, তারা চাইলে পুরোনো চাকরিতে ফেরার...

নাসিক নির্ভরতা কমাতে রাজ্যে বড় উদ্যোগ, তৈরি হবে ৭৭৫ পেঁয়াজ গোলা

পেঁয়াজ সংরক্ষণের অভাবে কৃষককে জমি থেকে তুলে নেওয়া পেঁয়াজই বিক্রি করতে হয়, ফলে তারা ভালো দামে পণ্য বিক্রি...

বড় পদক্ষেপ সরকারের! এবার পর্যটকদের জন্য খুলে গেল রাজ্যের ১১টি পরিদর্শন বাংলো 

পর্যটনের পরিকাঠামো উন্নয়নে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সেচ ও জলপথ দফতরের অধীনে রাজ্যের বিভিন্ন জেলায়...