Thursday, December 18, 2025

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ বিল গেটস! লিস্টে বিলের প্রাক্তন সিইও স্টিভ বালমার

Date:

Share post:

বিশ্বের অন্যতম ধনকুবের, মাইক্রোসফটের (microsoft) সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) আর শীর্ষ ১০ ধনীর তালিকায় নেই। মাত্র এক সপ্তাহে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমে গেছে, যা তাঁকে বিশ্বের ১২তম ধনীতম ব্যক্তির অবস্থানে নামিয়ে দিয়েছে। এই তাঁর এই শূন্যস্থান পূরণ করেছেন মাইক্রোসফটের প্রাক্তন প্রধান কর্মকর্তা ও গেটসেরই নিযুক্ত উত্তরসূরি —স্টিভ বালমার (Steven Ballmer)।

ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স অনুযায়ী, বিল গেটসের (Bill Gates) মোট সম্পদ কমে দাঁড়িয়েছে আনুমানিক ১২৪ বিলিয়নে। আগে যা ছিল প্রায় ১৭৫ বিলিয়নের কাছাকাছি। তবে এই সম্পত্তি হ্রাসের কারণ তাঁর সমাজসেবা। বিল গেটস বহু বছর ধরেই গেটস ফাউন্ডেশনের মাধ্যমে বিলিয়ন ডলার দান করে আসছেন। ফাউন্ডেশনের ঘোষিত পরিকল্পনায় বলা হয়েছে, আগামী ২০ বছরের মধ্যে তিনি প্রায় সমস্ত ব্যক্তিগত সম্পদ দান করবেন এবং ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশনও বন্ধ করে দেওয়া হবে। ফলে ব্লুমবার্গ তার সম্পদের হিসাব থেকে গেটসের ফাউন্ডেশনে দান করা টাকা বাদ দিয়ে নতুন তালিকা তৈরি করেছে, যার ফলে এই ধস।

বিল গেটসের জায়গায় উঠে এসেছেন স্টিভ বালমার, যিনি ২০০০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত মাইক্রোসফটের সিইও ছিলেন। স্টিভ এখনও কোম্পানির বড় শেয়ারহোল্ডারদের একজন এবং মাইক্রোসফট স্টকের মূল্যে সাম্প্রতিক বড়সড় বৃদ্ধির ফলে তাঁর মোট সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১৭২ বিলিয়ন। তিনি বর্তমানে ব্লুমবার্গের তালিকায় ৫ নম্বরে আছেন।

বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে রয়েছেন টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক (৩৬৩ বিলিয়ন), এরপর রয়েছেন বার্নার্ড আর্নল্ট, জেফ বেজোস, ল্যারি এলিসন এবং স্টিভ বালমার। বিল গেটসের নিচে অবস্থান করছেন মুকেশ আম্বানি ও ফ্রান্সের ফ্রাঁসোয়া পিনো।  আরও পড়ুন : মমতার বিরুদ্ধে দুর্নীতির মামলা নেই, তাঁর সমালোচকদের আছে! নাম না করে শুভেন্দুদের ধুয়ে দিলেন দিলীপ

spot_img

Related articles

মানহানির অভিযোগে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ কুমার শানু

সংগীতজগতে দীর্ঘ চার দশকের সাফল্যের কাহিনি থাকলেও ব্যক্তিগত জীবনের বিতর্কে ফের শিরোনামে কিংবদন্তি গায়ক কুমার শানু। প্রাক্তন স্ত্রী...

বড়দিন ও বর্ষবরণে আইনশৃঙ্খলা আঁটসাঁট, পুলিশের ছুটিতে নিষেধাজ্ঞা রাজ্য জুড়ে 

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেল বড়দিনের উৎসব। কলকাতার অ্যালেন পার্ক থেকে আনুষ্ঠানিকভাবে উৎসবের...

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...