ধর্মঘটের নামে ফের একবার প্রকাশ্যে বামেদের হিংস্রতার ছবি। এবার কলেজ স্ট্রিটে ধর্মঘট করতে নামা এসএফআই (SFI) কর্মীরা সপাটে চড় মারলেন এক কর্তব্যরত পুলিশ আধিকারিককে। তারপরেও যে সংযত ভূমিকা পুলিশ নিয়েছে, তার প্রশংসা রাজ্যের শাসকদলের। সেই সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হল, ক্ষমতায় থাকা বামেরা ঠিক কত পাপ সঞ্চয় করেছিলেন বাম জমানায়।

রাজ্যে জনসমর্থন হারানো বামেরা বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় বনধের নামে অরাজকতা তৈরির চেষ্টা চালিয়ে যান। যেখানে রাজ্যের মানুষ স্বতঃস্ফূর্তভাবে নিজেদের কাজে যোগদান করেছেন, সেখানে প্রতিটি জায়গায় দশের কম কর্মী নিয়ে রাস্তা আটকে জনজীবন বিপর্যস্ত করার চেষ্টা করে বিজেপি বিরোধিতার নামে। সিপিআইএম-এর (CPIM) এই ভেকধারী বিজেপি বিরোধিতাকে কটাক্ষ করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, বাংলাকে নতুন করে শেখাতে হবে না বিজেপি শ্রমিক বিরোধী। কোনও প্রমাণ দিতে হবে না বিজেপির বিরুদ্ধে কীভাবে লড়তে হয়। তৃণমূল কংগ্রেস বারবার লড়ে বাংলায় বিজেপিকে কীভাবে হারানো যায়। সিপিআইএম (CPIM) পারেনি। সিপিআইএম বিজেপির ভোট কাটুয়া। কংগ্রেসের জুতো পালিশ করে সিপিআইএম চলে।

এরপরেও কলেজ স্ট্রিটের স্বাভাবিক জনজীবন স্তব্ধ করার অমূলক পরিকল্পনা নিয়ে যান চলাচল বিঘ্নিত করার চেষ্টা চালায় এসএফআই কর্মীরা। সেখানে পুলিশ তাদের গ্রেফতার করে প্রিজন ভ্যানে তুলতে গেলে কর্তব্যরত পুলিশ আধিকারিককে অশ্রাব্য গালিগালাজ, ধমকানোর পরে একেবারে চড় মেরে দেয় এক এসএফআই নেত্রী। তৃণমূলের রাজ্য মুখপাত্র সুদীপ রাহা সেই ভিডিও তুলে ধরে দাবি করেন, কলেজস্ট্রিটে (College Street) কর্তব্যরত পুলিশ অফিসারকে চমকানো-ধমকানো-অশ্রাব্য গালিগালাজ এবং শেষে চড় মারলেন এসএফআই-এর (SFI) নেত্রী। কলকাতা পুলিশকে অনুরোধ করব, চিহ্নিত করে জেল যাত্রার ব্যবস্থা করা হোক।

আরও পড়ুন: বামেদের গা জোয়ারি-অশান্তি বাঁধানোর অপচেষ্টা ব্যর্থ করে স্বাভাবিক বাংলা

আদতে এই ঘটনায় সিপিআইএম-এর যে চেহারা প্রকাশ্য়ে এসেছে তা স্পষ্ট করে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, কলেজস্ট্রিট মোড়ে কিছু এসএফআই সমর্থক বাড়াবাড়ি করছেন। গত কয়েকদিন তারা মুখ্যমন্ত্রীর ছবি পুড়িয়েছে। আজ দেখা গিয়েছে সব খোলা, বামপন্থীদের কোনও প্রভাব নেই। পুলিশ অত্যন্ত সংযত থেকে কাজ করেছে। সিপিআইএম-এর চিরকালের কালচার সন্ত্রাসের। সন্ত্রাসের ইতিহাস তাদের। আজকে সিপিআইএম-এর শূন্য অবস্থাতেও তাদের যা শরীরী ভাষা, ঔদ্ধত্য, মুখের খারাপ ভাষা, হিংস্রতা। তাহলে তারা যখন ক্ষমতায় ছিল তারা তখন কত পাপ করেছে এরা।

সেই @CPIM_WESTBENGAL ।সেই ঔদ্ধত্য। সেই গুণ্ডামি।কলেজস্ট্রীটে কর্তব্যরত পুলিশ অফিসারকে চমকানো-ধমকানো-অশ্রাব্য গালিগালাজ এবং শেষে চড় মারলেন SFI এর নেত্রী। ফুটেজ দিলাম। @KolkataPolice -কে অনুরোধ করব, চিহ্নিত করে জেল যাত্রার ব্যবস্থা করা হোক।মামারবাড়ির আদর থেকেও এরা যেন বঞ্চিত না… pic.twitter.com/3ub1me8gjd
— Sudip Raha (@aitcsudip) July 9, 2025
–

–

–

–

–
–
–
–