Wednesday, August 20, 2025

দিল্লিতে গিয়ে হারানো পদ প্রাপ্তি দিলীপের! বাড়ছে জল্পনা

Date:

Share post:

কিছুদিন আগে দিল্লি গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তারপরই চূড়ান্ত হয়েছে বাংলার রাজ্য সভাপতির পদ কে পাবেন। নতুন পদে এসে রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharyya) রাজ্য বিজেপির সঙ্গে দিলীপ ঘোষের সম্পর্ক ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছেন। রাজ্য সভাপতিকে নিজের সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এই পরিস্থিতিতে দিলীপের আবার দিল্লি (Delhi) যাত্রা নতুন জল্পনাকে উসকানি দিয়েছে। রাজ্য সভাপতি না হোক, দিলীপ ঘোষ কি সর্বভারতীয় পদ ফিরে পেতে চলেছেন, দিল্লি সফরে উঠেছে প্রশ্ন। যদিও দিলীপ বলছেন তিনি ব্যক্তিগত ভাবেই দিল্লি গিয়েছেন।

শমীক ভট্টাচার্যের হাত ধরে বঙ্গ বিজেপির ঠোঁটকাটা নেতা দিলীপ ঘোষ অনেকটাই যুক্ত হয়েছেন রাজ্য রাজনীতির সঙ্গে। তাঁর সমর্থকদের নতুনভাবে দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি নিজেও পুরোনো বিজেপি কর্মীদের উত্থানের বার্তা দিয়েছেন। ইতিমধ্যেই জেলায় জেলায় ফোন গিয়েছে আদি বিজেপি জেগে ওঠো, বলে। দলবদলু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) মতো নেতারা সম্প্রতি সমঝোতার পথে চলে আসছেন, তাও স্পষ্ট।

যেভাবে শুভেন্দু-সুকান্ত জুটি বাংলায় বিজেপির প্রতি মানুষের যতটুকু সমর্থন ছিল, তাকে আরও কমানোর প্রক্রিয়ায় নিয়ে গিয়েছেন, তাতে রাশ টানতেই পুরোনো বিজেপিকে চাঙ্গা করার পন্থায় কেন্দ্রীয় কমিটি। ডাক পড়েছে দিলীপ ঘোষের। তাঁর সঙ্গে দেখা করেছেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

আরও পড়ুন: কলেজ স্ট্রিটে পুলিশকে চড় SFI-এর! শূন্যতেও হিংস্রতা নিয়ে প্রশ্ন তৃণমূলের

আর এবার দিল্লিতে (Delhi) ডাক পড়েছে। যদিও দিলীপ ঘোষ বলছেন, তিনি বারবারই প্রয়োজনে দিল্লি গিয়েছেন, সেখানে বস্তি এলাকায় কাজ করেছেন। এবারেও নিজের প্রয়োজনেই এসেছেন। তবে মুখের মুচকি হাসি কিন্তু বলছে অন্য কথা। চুপিচুপি কার সঙ্গে দেখা করে কোন কর্মসূচি সারতে দিল্লিতে দিলীপ, তা নিয়ে রহস্য রেখেছেন প্রাক্তন রাজ্য সভাপতি। তবে বিজেপির আদি গোষ্ঠীর অন্দরমহলের গুঞ্জন, পুরোনো সর্বভারতীয় পদ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে দিলীপ ঘোষের।

spot_img

Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...