মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) প্রতিবাদের জেরে এবার নিজেদের ত্রুটি সংশোধন করতে বাধ্য হল নীতি আয়োগ (Niti Ayog)। বাংলা সংক্রান্ত নীতি আয়োগের প্রচ্ছদ রিপোর্টের ম্যাপে বাংলাকে বিহারের জায়গায় দেখানো নিয়ে তীব্র প্রতিবাদ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য সরকারের (Govt of WB) পাশাপাশি তৃণমূল কংগ্রেসের তরফেও প্রকাশ করা হয়। রাজ্যের প্রশাসনিক প্রধানের বক্তব্য ছিল, নীতি আয়োগের মতো সংস্থার এই কাজ বাংলাকে অপমান করার সামিল।এই ভুল তাদের গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নিজে পদক্ষেপ করে নিজে সংস্থার ভাইস চেয়ারম্যানকে চিঠি লিখে অবিলম্বে ভুল সংশোধনের দাবি জানান। অবশেষে বিতর্কিত মানচিত্র বদলে নতুন করে আপলোড করা হল বাংলা সংক্রান্ত বার্ষিক রিপোর্ট।

কেন্দ্রের সংস্থা যেভাবে বাংলাকে কেন্দ্রীয় নথিতে অপমান করেছে, তার প্রতিবাদ জানিয়ে নীতি আয়োগকে পাঠানো চিঠিতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, নীতি আয়োগ প্রকাশিত ও তাদের ওয়েবসাইটে প্রাপ্ত বাংলা সংক্রান্ত রিপোর্টে বাংলাকে বোঝাতে চাওয়া মানচিত্রে বিহারকে যেভাবে বোঝানো হয়েছে তাতে আমি অত্যন্ত উদ্বেগ এবং দ্বর্থহীন প্রতিবাদ জানাচ্ছি। এরকম একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় সংস্থার সরকারি নথিতে এই ধরনের মারাত্মক ভুল কোনও প্রযুক্তিগত ভুল নয়, বাংলার সম্মান ও পরিচয়ের প্রকাশ্যে অপমান, দাবি করেন মুখ্যমন্ত্রী।মমতার সেই পত্রবোমার পর পদক্ষেপ করে ত্রুটিপূর্ণ সেই ম্যাপ সরিয়ে দেওয়া হয় বাংলার সঠিক মানচিত্র আপলোড করল আয়োগ।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–