Thursday, August 21, 2025

নির্মাণ দুর্নীতি! মোদির গুজরাটে ৪২ কোটি টাকার সেতু ভাঙতে বরাত ৮ কোটির

Date:

Share post:

সম্প্রতি ভেঙেছে সেতু। স্পষ্ট হয়ে গিয়েছে নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটে রক্ষণাবেক্ষণের গাফিলতি। কিন্তু নির্মাণেও যে গত এক দশকে কত গাফিলতি ও দুর্নীতি হয়ে চলেছে, তা জ্বলন্ত উদাহরণ আহমেদাবাদের (Ahmedabad) আট বছরের পুরোনো একটি সেতু। নিম্নমানের সামগ্রীতে সেতু তৈরি হওয়ার জন্য আট বছর ধরে প্রায় ব্যবহার না করেই কোটি কোটি টাকা খরচ করে এবার ভেঙে ফেলতে হবে সেই সেতু (flyover)। পরিস্থিতি এমনই যে তিন বছর ধরে সেতু ভাঙার জন্য টেন্ডার (tender) করেও সাড়া পাওয়া যায়নি কোনও নির্মাণ সংস্থার। অবশেষে শর্ত বদলে ভাঙার জন্য দায়িত্বশীল একটি সংস্থাকে পাওয়া গিয়েছে।

২০১৭ সালে আমেদাবাদ শহরের হাটকেশ্বর (Hatkeswar) উড়ালপুল তৈরি হয়েছিল। সেই সময় খরচ হয়েছিল প্রায় ৪২ কোটি টাকা। এরপরই অভিযোগ ওঠে এই সেতু তৈরিতে ব্যবহার হয়েছে নিম্নমানের সামগ্রী। আদালতে মামলা হওয়ায় বন্ধ করে দেওয়া হয় উড়ালপুল। ২০২২ সাল থেকে এই উড়ালপুলে (flyover) কোনও রকমের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আমেদাবাদ মিউনিসিপাল কর্পোরেশনের (Ahmedabad Municipal Corporation) পক্ষ থেকে নির্দেশ জারি হয় সেতু ভেঙে ফেলার।

আমেদাবাদ পুরসভা তিন বছর ধরে সেতু ভাঙা ও নতুন সেতু নির্মাণের জন্য টেন্ডার প্রকাশ করে। কিন্তু কোনও নির্মাণ সংস্থা সেই টেন্ডারে সাড়া দেয়নি। শেষে টেন্ডারের শর্ত বদলে শুধুমাত্র ভাঙার টেন্ডার জারি হয়। তাতে সাড়া পাওয়া যায়। ৪২ কোটির সেতু ভাঙতে সর্বনিম্ন দাম ওঠে ৭.৯ কোটি টাকা। এর মধ্যে ৩.৯ কোটি টাকা দেবে আমেদাবাদ পুরসভা (Ahmedabad Municipal Corporation)। বাকি ৪ কোটি ভাঙা সেতুর সামগ্রী বিক্রি করে পাওয়া যাবে।

আরও পড়ুন: ব্যস্ত সময়ে ব্যাহত মেট্রো পরিষেবা, ফের আত্মহত্যার চেষ্টা

মোরবি সেতু বা গম্ভীরা সেতু ভাঙায় গুজরাট প্রশাসনের যে দুর্নীতি ও দুরবস্থা সামনে এসেছে, তাতে মোদির রাজ্যে দীর্ঘদিনের বস্তাপচা রাজনীতির অভ্যাসের বদলের দাবি উঠেছে। সম্প্রতি গুজরাটে উপনির্বাচনে একটি আসনে পরাজয় তার খানিকটা প্রকাশ হয়েছে। এবার সেতু গড়তে ও ভাঙতে যেভাবে কোটি কোটি নাগরিক অর্থ নিয়ে নয়ছয় হচ্ছে আমেদাবাদে, তাতে ফের প্রশ্নে গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...