Friday, August 22, 2025

ফের বিজেপিশাসিত রাজ্যে বুলডোজার! উচ্ছেদের আশঙ্কায় দিল্লির বস্তিবাসী, সতর্কবার্তা তৃণমূলের

Date:

Share post:

ফের বিজেপিশাসিত রাজ্যে বুলডোজারের দাপাদাপি। গরিব মানুষের মাথার উপর থেকে ছাদ কেড়ে নেওয়া তাণ্ডব। বিজেপি (BJP) ক্ষমতায় আসার পর থেকেই উচ্ছেদের আশঙ্কায় দিন কাটছে রাজধানী দিল্লির (Delhi) অসংখ্য বস্তিবাসীর। যেমনটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের মতো বিজেপি রাজ্যগুলিতে লাগাতার হয়ে চলেছে। তৃণমূলের (TMC) তরফে সেই প্রতিবেদন পোস্ট করে লেখা হয়েছে, ”এটি একটি সতর্কবার্তা: যদি তারা (বিজেপি) ২০২৬ সালে ক্ষমতায় আসে, তাহলে হয় আপনাকে গৃহহীন করা হবে। নয়তো দেশছাড়া করা হবে। বিচক্ষণতার সঙ্গে বেছে নিন।”

এবার রাজধানী দিল্লির (Delhi) বাংলাভাষীদের বস্তির উচ্ছেদের পরিকল্পনা শুরু করেছে সেখানকার নবনির্বাচিত বিজেপি সরকার। দিল্লির বসন্তকুঞ্জে অবস্থিত ‘জয় হিন্দ ক্যাম্প’-এ যেখানে ৫,০০০-এরও বেশি বাংলা ভাষাভাষী মানুষ থাকেন, সেখানে বিদ্যুৎ ও পানীয় জলের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। পরবর্তী পর্যায়ে উচ্ছেদের ভয়ে কাঁটা বস্তিবাসীরা। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সরকার এই উচ্ছেদ অভিযানের সম্পূর্ণ দায়িত্ব তুলে দিয়েছেন দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি ও দিল্লি পুলিশের হাতে। বিজেপি প্রশাসন সরাসরি ভারতের ঐক্য ও বহুত্ববাদী চেতনার উপর আঘাত হানছে।

এই নিয়ে সংবাদপত্রের প্রতিবেদন পোস্ট করে বিজেপিকে তুলোধনা করে করেছে তৃণমূল। নিজেদের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে,
“বিজেপি আর বুলডোজার যেন এক নরকে তৈরি ম্যাচ।
দিল্লির বসন্ত কুঞ্জে জয় হিন্দ ক্যাম্পে বিদ্যুৎ ও জল সরবরাহ বন্ধ করে দেওয়ার পর, যেখানে ৫,০০০-এরও বেশি বাংলাভাষী বাসিন্দা বাস করেন, পরবর্তী পদক্ষেপ হল ধ্বংস। ঠিক বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দিল্লি জুড়ে অসংখ্য বস্তির মতো।
রেখা গুপ্তার সরকার এদের নির্মূল করতে ডিডিএ ও দিল্লি পুলিশকে ছাড় দিয়েছে। এটি ভারতের বহুত্ববাদী আত্মার উপর একটি সম্পূর্ণ আক্রমণ। এটি রাজধানীতেই ঘটছে।
বিজেপি আমাদের জনগণের মর্যাদা, অধিকার এবং আশ্রয় কেড়ে নেওয়াকে তাদের লক্ষ্য করে তুলেছে।”

এর পরেই সতর্ক করে বাংলার শাসকদলের তরফে লেখা হয়েছে, ”এটি একটি সতর্কবার্তা: যদি তারা (বিজেপি) ২০২৬ সালে ক্ষমতায় আসে, তাহলে হয় আপনাকে গৃহহীন করা হবে। নয়তো দেশছাড়া করা হবে। বিচক্ষণতার সঙ্গে বেছে নিন।”

আরও খবরকোথায় গেল শুভেন্দুর রোহিঙ্গা তত্ত্ব: ওড়িশায় পরিযায়ী সুজনকে মারধরে প্রশ্ন তৃণমূলের

spot_img

Related articles

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকের মেধাতালিকা প্রকাশ, শুরু হচ্ছে ভর্তি: জানালেন শিক্ষামন্ত্রী

আইনি জটিলতা কাটিয়ে স্নাতকস্তরে প্রকাশিত হল অনলাইনে পোর্টালে ভর্তির ফলাফল। শুক্রবার ফল (Result) প্রকাশের সঙ্গে সঙ্গেই ভর্তি প্রক্রিয়া...

কিছু হাই কোর্টের বিচারপতির কর্তব্যবোধ কম পড়ছে: মত সুপ্রিম কোর্টের বিচারপতির

একাধিক হাই কোর্টের বিচারপতিদের স্বরূপ বাংলায় অনেক আগেই খুলে গিয়েছে, যখন হাই কোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে...

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...