Tuesday, December 23, 2025

ধিক্কার বিজেপিকে! এবার ছত্তিশগড়ে আটক নদিয়ার ৮ শ্রমিক, গর্জে উঠল তৃণমূল

Date:

Share post:

বকেয়া ও বরাদ্দ আটকে, লাগাতার বঞ্চনা চালিয়েও বাংলাকে বাগে আনতে পারেনি জুমলাবাজ কেন্দ্রের সরকার। এবার তারা গায়ের জ্বালা মেটাচ্ছে বিজেপি-রাজ্যে বাংলাভাষীদের উপর ও মানবিক নির্যাতন-নিপীড়ন ও বিতাড়ণের মাধ্যমে। বিজেপি (BJP) যে কত বড় বাংলাবিদ্বেষী তা পরতে পরতে প্রমাণ মিলছে।

ফের বিজেপিশাসিত আর এক রাজ্যে ঘটল বাংলাভাষী বাঙালি শ্রমিকদের আটকের ঘটনা। এবার নদিয়ার শ্রমিকদের বাংলাদেশি তকমা দিয়ে আটক করা হল ছত্তিশগড়ে। ধিক্কার বিজেপিকে (BJP)। এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় (Social Media) গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের পক্ষে লেখা হয়েছে, ধিক্কার জানানোর ভাষা হারিয়ে ফেলছি আমরা। কতটা বাংলা ও বাঙালিদের ঘৃণা করলে আবারও ছত্তিশগড়ে নদিয়ার মথুরাপুরের ৮ শ্রমিককে বাংলা বলার অপরাধ আটক করা হয়!

এখানেই শেষ নয়, হরিয়ানায় কোচবিহারের এক যুবককে একই কারণে আটক করে রাখা হয়েছিল। শেষে রাজ্যের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে তাঁকে উদ্ধার করা হয়েছে। এই স্বৈরতন্ত্রের শেষ না দেখা পর্যন্ত তৃণমূল লড়াই চালিয়ে যাবে।

অপরাধ কী? ভিনরাজ্যে বিল্ডিং নির্মাণের কাজে গিয়ে শ্রমিকরা বাংলায় কথা বলেছিলেন। সেই অভিযোগে ছত্তিশগড়ে কনস্ট্রাকশন সাইট থেকে ৮ শ্রমিককে তুলে নিয়ে যায় পুলিশ। পরিবারকে কিছু না জানিয়েই তাঁদের আটকে রাখা হয়। জানানো হয়নি রাজ্যকেও। এতটাই অমানবিক যে, প্রত্যেক শ্রমিকের ফোন সুইচড অফ করে দেওয়া হয়। বাংলা বলার ‘অপরাধে’ কোচবিহার ১ নম্বর ব্লকের জিরানপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বড়বালাসীর বাসিন্দা সিরোজ আলম মিঞাকে আটক করে পুলিশ। গুরগাঁওয়ের একটি হোটেলে কাজ করতে গিয়েছিলেন তিনি। খবর পাওয়া মাত্রই তৃণমূল কংগ্রেস তীব্র প্রতিবাদ জানায়। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ ও মুখপাত্র পার্থপ্রতিম রায় জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাঁর মুক্তির ব্যবস্থা করেন।

তৃণমূলের (TMC) দাবি, সিরোজ আলমকে যেভাবে বিজেপি-শাসিত হরিয়ানা পুলিশ হয়রানি করেছে তা বিজেপির বাংলা-বিদ্বেষের জলন্ত উদাহরণ। এভাবেই বাংলার প্রতি বিদ্বেষ পোষণ করে চলছে বিজেপি। এর আগে দিনহাটায় সাবেক ছিটমহলের বাসিন্দারা দিল্লিতে দিনমজুরের কাজে গেলে পুলিশের হাতে আটক হয়েছিলেন৷ বাংলাদেশি সন্দেহে বিজেপির রাজ্যে রাজ্যে এই খেলা শুরু হয়েছে বাংলার বিরুদ্ধে। এই চক্রান্তের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চলবে।
আরও খবরবাঙালি খেঁদাও সাফাই হিমন্তর! ১২ লক্ষ বাঙালি তালিকায় নেই কেন, প্রশ্ন তৃণমূলের

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...