দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার সমস্যায় ভোগার পর মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র অভিনেতা ধীরজ কুমার (actor Dheeraj Kumar passed away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। অভিনয়ের পাশাপাশি প্রযোজক (Producer) হিসেবেও তিনি সুপরিচিত ছিলেন। বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। মঙ্গলবার মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফে জানানো হয়েছে।

ছয়ের দশকে ভারতীয় বিনোদন জগতে (Indian Entertainment Industry) ধীরজ কুমারের আত্মপ্রকাশ। ক্যারিয়ারের গোড়ার দিকে ট্যালেন্ট প্রতিযোগিতায় রাজেশ খান্না -সুভাষ ঘাইদের রীতিমতো কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তিনি। ‘স্বামী’, ‘ক্যায়া কারু সজনী আয়ে না বলম’ ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন। বর্ষীয়ান এই অভিনেতা টেলিভিশনে একাধিক প্রযোজনার পাশাপাশি ২১ টি পাঞ্জাবি ছবিতে কাজ করেছেন। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছিল মুম্বইয়ে ইসকন মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে। হাসিমুখে মঞ্চে জানিয়েছিলেন, তিনি সেলিব্রেটি হিসেবে নয় বরং ভক্ত হিসেবে ভগবানের কাছে এসেছেন। তাঁর প্রযোজনা সংস্থা ‘ক্রিয়েটিভ আই’ একাধিক জনপ্রিয় সিরিয়াল উপহার দিয়েছে বলিউডকে। ধীরজের মৃত্যুতে শোকপ্রকাশ বলিউডের।

–

–

–

–

–

–

–

–
–
–
–
–
–
–
–