আন্তর্জাতিক ষড়যন্ত্রের গন্ধ! গুপ্তচরবৃত্তির ছায়া এবার হুগলির শান্ত চন্দননগরে। স্ত্রীর বিরুদ্ধে রাশিয়ার গুপ্তচর হওয়ার অভিযোগ তুলে চাঞ্চল্যকর মামলা করলেন চন্দননগরের যুবক সৈকত বসু। অভিযোগ, স্ত্রী ভিক্টোরিয়া জিগালিনা রাশিয়ার এফএসবি-র (FSB) প্রাক্তন অফিসারের মেয়ে। বিয়ের পর ভারতেই ছদ্মবেশে বসবাস করছিলেন তিনি। বর্তমানে সন্তানকে নিয়ে নিখোঁজ সেই ভিক্টোরিয়া। সন্দেহ, পাড়ি দিয়েছেন রাশিয়ায়।

জানা গিয়েছে, পেশাগত কারণে চিনে দীর্ঘদিন ছিলেন সৈকত বসু। সেখানেই আলাপ ও প্রেম ভিক্টোরিয়ার সঙ্গে। পরে বিয়ে। দেশে ফিরে আসার পর বসু পরিবার জানতে পারে, ভিক্টোরিয়ার বাবার সঙ্গে রাশিয়ার গুপ্তচর সংস্থার সংযোগ ছিল। ধীরে ধীরে সন্দেহ দানা বাঁধে, ভিক্টোরিয়াও সেই সংস্থার সঙ্গে জড়িত।

সৈকতের দাবি, বিয়ের পর থেকেই ফোর্ট উইলিয়ামে যাওয়ার জন্য তাঁকে চাপ দিতেন স্ত্রী। কিন্তু সৈকতের বাবা, প্রাক্তন নৌসেনা অফিসার সমীর বসু সেই প্রস্তাব মেনে নিতে চাননি। এরপর থেকেই সম্পর্কের অবনতি হতে থাকে। সন্তানকে নিজের হেফাজতে চেয়ে সুপ্রিম কোর্টে যান ভিক্টোরিয়া। কিন্তু মামলার রায়ের আগেই তিনি সন্তানকে নিয়ে উধাও হয়ে যান। বসু পরিবারের আশঙ্কা, ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গিয়েছেন ভিক্টোরিয়া। সন্তানকে ফিরে পেতে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সৈকত বসু। তাঁর আবেদন, সরকারের হস্তক্ষেপে যেন দ্রুত সন্তানকে ফেরানো হয়।এই চাঞ্চল্যকর ঘটনায় কেবল চন্দননগর নয়, সারা রাজ্য জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। এক বিদেশিনী ছদ্মবেশে গুপ্তচর! সন্তান অপহরণ করে বিদেশে পলায়ন? নানান প্রশ্ন উঠছে গোটা ঘটনাকে ঘিরে। তদন্তে নামতে পারে কেন্দ্রীয় সংস্থাও, এমন ইঙ্গিত মিলছে সূত্র মারফত।

আরও পড়ুন- খাদ্যাভ্যাসে হস্তক্ষেপ করা সঠিক কাজ নয়! বিজেপিকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_
_
_
_
_
_