পহেলগামে জঙ্গি হামলার পর থেকে গুপ্তচরবৃত্তির অভিযোগে একাধিককে পাকড়াও করা হয়েছে। এবার এক ভারতীয় সেনা জওয়ানকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ (Punjab Police)। গত ১৪ জুলাই দেবেন্দর সিং নামে এক সেনা জওয়ানকে জম্মু-কাশ্মীরের উরি (Uri Sector) গ্রেফতার করা হয়। ১৫ জুলাই দেবেন্দরকে মোহালি আদালতে হাজির করানোর পর বিচারক তাঁকে ৬ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সকে (ISI) গোপন সামরিক তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে সাঙ্গরুর জেলার নিহালগড় গ্রামের বাসিন্দা দেবেন্দরের বিরুদ্ধে। এর আগে পুলিশ গুপ্তচরবৃত্তির অভিযোগে গুরপ্রীত সিং ওরফে গুরি বা ফৌজি নামে এক প্রাক্তন সেনা জওয়ানকে গ্রেফতার করেছিল। তাঁকে জিজ্ঞাসাবাদের পরেই দেবেন্দরের কথা জানতে পারে পুলিশ।। ২০১৭ সালে পুনের একটি সেনা ক্যাম্পে প্রশিক্ষণের সময় দেবেন্দর এবং গুরির প্রথম দেখা হয়েছিল। এরপরেই তাঁরা দুজনে সিকিম এবং জম্মু-কাশ্মীরে পোস্টিং পেয়েছিলেন। তাঁরা একসঙ্গে কাজ করতেন এবং তাঁদের কাছে গোপন সামরিক তথ্যের অ্যাক্সেসও ছিল। সেখান থেকে তথ্য পাকিস্তানের আইএসআই-এর কাছে পাঠানো হত। মূলত পেন ড্রাইভ এবং ডিস্ক ব্যবহার করে গোপন তথ্য পাচার করা হত পাকিস্তানের আইএসআই (ISI ) কর্মীদের কাছে। ইতিমধ্যে গুরির কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–