ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি টেস্ট খেলার কথা ছিল জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। সেক্ষেত্রে যা হিসাব দাঁড়াচ্ছে তাতে ম্যাঞ্চেস্টার টেস্টে (Manchester Test) বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে। দিও এই পরিস্থিতিতে তাঁকে বিশ্রাম দেওয়া হবে কিনা সেটা তো সময়ই বলবে। তবে একান্তই যদি তেমনটা হয় সেক্ষেত্রে কে খেলবেন বুমরার (Jasprit Bumrah) পরিবর্তে। সেই নিয়েই ভারতীয় দলের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ অজিঙ্ক রাহানের (Ajinkya Rahane)।

জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) পরিবর্ত কোন পেসার হতে পারে সেই কথাই বলে দিলেন তিনি। তাঁর মতে যদি একান্তই জসপ্রীত বুমরাকে বিশ্রাম দেওয়া হয়, সেই জায়গায় অর্শদীপ সিংকেই (Arshdeep Singh) খেলানো উচিৎ। এখনও পর্যন্ত অবশ্য ইংল্যান্ডের বিরুদ্ধে এই টেস্টে খেলেননি অর্শদীপ সিং। কিন্তু এই তারকা পেসারের ইংল্যান্ডের পরিবেশে খেলার অভিজ্ঞতা রয়েছে। সেই দিক বিচার করেই যে রাহানে (Ajinkya Rahane) এমন কথা বলছে তা বলার অপেক্ষা রাখে না।

রাহানে জানিয়েছেন, “যদি একান্তই জসপ্রীত বুমরাহ খেলতে না পারেন সেই জায়গায় অর্শদীপ সিংকেই খেলানো উচিৎ। কারণ তিনি বাঁহাতি পেসার এবং তাঁর বলে সেরকম সুইংও রয়েছে। যে কোনও পরিস্থিতিতেই বল সুইং করানোর দক্ষতা রয়েছে অর্শদীপ সিংয়ের। যদি বুমরাহ না খেলে, সেখানে অর্শদীপ সিংকেই খেলানো উচিৎ”।

এই সিরিজে এখনও পর্যন্ত অর্শদীপ সিং খেলেননি। এই ম্যাচে রাহানে তাঁকে খেলানোর কথা বললেও, কয়েকদিন আগে তাঁক হাতে চোট দেখা গিয়েছিল। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার।

–

–

–

–

–

–
–
–
–
–
–