Sunday, July 20, 2025

সংসদের বাদল অধিবেশনের আগে এক জোট I.N.D.I.A.: ৮ প্রশ্ন কেন্দ্রের কাছে

Date:

Share post:

সোমবার শুরু সংসদের বাদল অধিবেশন। বাজেট অধিবেশন থেকে বাদল অধিবেশনের মধ্যে অল্প সময়ে দেশে ঘটে গিয়েছে নাড়িয়ে দেওয়া একাধিক ঘটনা, যার প্রভাব পড়েছে বিশ্ব রাজনীতিতেও। ফলে, গোটা দেশের কাছে এই বাদল অধিবেশন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অধিবেশন শুরুর আগেই তা মনে করিয়ে দিল ইন্ডিয়া জোট (INDIA alliance)। জোটের ২৪ সদস্য দলের শীর্ষ নেতাদের মধ্যে শনিবার হল ভার্চুয়াল (virtual) বৈঠক। প্রস্তুত হল মোদি সরকারের কাছে তুলে ধরার আট প্রশ্ন। তৃণমূলের প্রতিনিধিত্ব করলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

পহেলগাম হামলার পরবর্তীতে বিরোধী দলগুলির পক্ষ থেকে বারবার কেন্দ্রের বিবৃতি ও সর্বদলীয় বৈঠকের দাবি জানানো হয়েছিল। সেই সময় বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিধি দল পাঠানোর জন্য সরকার বৈঠক হলেও আদতে হামলার তদন্ত, তার পরবর্তীতে কেন্দ্র সরকারের পদক্ষেপ নিয়ে কিছুই প্রকাশ করা হয়নি। শনিবার ইন্ডিয়া জোটের বৈঠকে গুরুত্ব পায় দেশের এই গুরুত্বপূর্ণ ঘটনা। সেই সঙ্গে উঠে আসে কেন্দ্র সরকারের স্বৈরাচারী মনোভাব থেকে জন্ম নেওয়া নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেনসিভ রিভিউ (SIR) এবং বিভিন্ন জাতির মানুষের উপর অত্যাচারের প্রসঙ্গ।

শনিবারের বৈঠকে কংগ্রেসের তরফ থেকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে যেমন উপস্থিত ছিলেন তেমনই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ছিলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) নেতা উদ্ধব ঠাকরে, ঝাড়খন্ড মুক্তি মোর্চার (JMM) প্রধান হেমন্তো সরেন, এনসিপি (NCP) প্রধান শারদ পাওয়ার, ন্যাশনাল কনফারেন্সের (NC) ওমর আব্দুল্লাহ, সিপিআই-এর ডি রাজা, সিপিআইএমএল-এর পক্ষে দীপঙ্কর ভট্টাচার্য। আলোচনার সাপেক্ষে মূলত আটটি বিষয়কে বাদল অধিবেশনে প্রশ্ন হিসেবে কেন্দ্রের সামনে তুলে ধরার সিদ্ধান্ত হয়। পাশাপাশি আরও একাধিক বিষয় নিয়েও আলোচনা প্রস্তাব রাখা হয়।

মূলত যে আটটি বিষয় বাদল অধিবেশনে তুলে ধরবেন ইন্ডিয়া জোটের সদস্যরা সেগুলি হল – পহেলগাম হামলা, অপারেশন সিন্দুর, যুদ্ধবিমান ধ্বংস প্রসঙ্গে ট্রাম্পের দাবি ও বাণিজ্য, বিহারে এসআইআর-এর নামে ভোটবন্দি, পাকিস্তান-চীন-গাঁজা নিয়ে বিদেশ নীতি, ডিলিমিটেশন প্রসঙ্গ এবং দলিত, আদিবাসী মহিলা ও পিছিয়ে পড়া অংশের মানুষের উপর অত্যাচার প্রসঙ্গ।

spot_img

Related articles

উত্তর বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, সপ্তাহের শুরু থেকেই বৃষ্টির দুর্যোগ দক্ষিণবঙ্গে!

বর্ষার (Monsoon) মরশুমে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে, আগেই জানিয়েছিল হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Weather...

নেত্রীর ইস্যু, এসআইআর নিয়ে ইন্ডিয়া জোটের বৈঠকে সোচ্চার অভিষেক

I.N.D.I.A জোটের ভার্চুয়াল বৈঠকে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলা এসআইআর (SIR)নিয়ে সোচ্চার হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

একুশে জুলাইয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি তৃণমূল শিবিরে

২১ জুলাই তৃণমূল কংগ্রেসের শহিদ স্মরণ অনুষ্ঠান উপলক্ষে (TMC Ekushe July Program) শেষ মুহূর্তের প্রস্তুতি জেলা থেকে শহরে।...

নিউটাউনের পর আনন্দপুর, পাটনা হাসপাতালে গুলিকাণ্ডে ধৃত আরও ৫

পাটনার পারস হাসপাতালের ICU-তে ঢুকে ২০৯ নম্বর কেবিনে থাকা কুখ্যাত দুষ্কৃতী চন্দন মিশ্রকে গুলি করে খুনের ঘটনায় এবার...