বিজেপিশাসিত রাজ্যে বাংলাভাষীদের উপর অত্যাচারে প্রতিবাদে ধর্মতলায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে গর্জে উঠলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বাংলা ভাষার উপর আঘাতের প্রতিবাদে ২৭ জুলাই নানুর দিবস থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। অভিষেক বলেন, এবার থেকে সংসদে আরও বেশি করে বাংলাভাষায় বক্তৃতা দেবেন।

আগামী বিধানসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিতে প্রথম থেকেই একুশে জুলাইয়ের মঞ্চে রণংদেহী মেজাজে দেখা গেল জননেত্রী মমতাকে। বাংলা ভাষার উপর মোদি সরকারের সন্ত্রাসের অভিযোগে তীব্র আক্রমণ তৃণমূল (TMC) সুপ্রিমোর। তাঁর কথায়, বাংলার উন্নয়ন দেখে ভয় পেয়েছে মোদি সরকার। বিজেপিকে নিশানা করে মমতা বলেন, “বাংলা ভাষার উপর সন্ত্রাস চলছে কেন? বাংলা স্বাধীনতার জন্য লড়াই করেছে। নবজাগরণ হয়েছে বাংলা থেকেই। বাংলার মাটি দুর্বৃত্তদের হবে না। বাংলার মানুষকে যদি বাংলা বলার জন্য বাইরে গ্রেফতার করা হয় এই লড়াই কিন্তু দিল্লিতে হবে। আমি কিন্তু ছাড়ার লোক নেই। মনে আছে, সিঙ্গুর-নন্দীগ্রামের কথা?“ এর পরেই ভাষা আন্দোলনের ডাক দিয়ে মমতা বলেন, “আবার ভাষা আন্দোলন শুরু হবে।“ ২৭ জুলাই থেকে সেই আন্দোলনের ডাক দেন তিনি।

বাংলায় কথা বলার জন্য ডবলইঞ্জিনের সরকারের রাজ্যে এত জনকে আটক করে রেখেছে-অভিযোগ মমতার। তিনি বলেন, “বাংলায় কথা বলতে ভয় পান আপনারা। বাংলা রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, নজরুলের জন্ম দিয়েছে। বাংলা থেকেই লেখা হয়েছে, জাতীয় সঙ্গীত।“

কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে মমতা প্রশ্ন তোলেন, কোচবিহারের বাসিন্দা উত্তমকুমার ব্রজবাসীকে কেন অসম সরকার NRC নোটিশ দিয়েছে সে নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, “বাংলা বলায় জেলে ভরে দিচ্ছেন, আগামীদিনে মানুষ আপনাদের জেলে ভরে দেবে। অন্তত ১ হাজার মানুষকে ডিটেনশন ক্যাম্পে ভরেছে। NRC আমরা মানবো না, এই আইন বাতিল করাবোই। নির্বাচন আসলে ও ভাই রাজবংশী, ও ভাই মতুয়া ভোট দাও, আর ভোট চলে গেলে অত্যাচার।”

তীব্র গর্জন করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলা বলার জন্য যদি কোনও বাঙালিকে গ্রেফতার করা হয় তাহলে আমি ছেড়ে কথা বলব না। প্রয়োজনে এই লড়াই দিল্লি অবধি নিয়ে যাব। আমি এর শেষ দেখে ছাড়ব। আপনারা জানেন আমি কোনও লড়াই লড়লে শেষ দেখে ছাড়ি।” হুঙ্কার দিয়ে তিনি বলেন, ”২৭ জুলাই থেকে টানা ইলেকশন পর্যন্ত ভাষার উপর সন্ত্রাস, বাংলা ভাষার উপর সন্ত্রাস- মানছি না মানবো না। ভাষা আন্দোলন শুরু হবে। সব ভাষাকে সম্মান জানিয়ে বলব আমরা সব ভাষাকে ভালবাসি। কোনও ভাষার এত ব্যাপ্তি বিস্তৃতি নেই বাংলার মতো।”

অভিষেক জানান, বাংলা ভাষার উপর আক্রমণের প্রতিবাদে আরও বেশি করে বাংলায় কথা বলতে হবে। তাঁর কথায়, ”যে বাংলা ভারতবর্ষকে নবজাগরণকে স্বাধীনতার পদ দেখিয়েছে আমাদের কবি-সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আগে বলেছিলাম খেলা হবে, এখন বলছি পদ্ম ফুল উপড়ে ফেলা হবে।

এরপরেই সুর চড়িয়ে অভিষেক বলেন, দরকার হলে পার্লামেন্টে বাংলায় কথা বলব দেখি কার গায়ে জ্বালা ধরে! আগে দিনে দশবার বললে এখন ৫০০ বার বলবো। আমরা বাংলার সন্তান গুজরাটের নয়। আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে নিলেও জয় বাংলা বেরোবে। আমরা বশ্যতা স্বীকার করবো না।
আরও খবর: ২০২৬-এ শূন্য হবে বিজেপি, ‘জয় বাংলা’ বলিয়ে ছাড়ব: চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

–

–

–

–
–
–
–