Monday, December 1, 2025

চতুর্থ টেস্টের আগে উইকেটকিপিং গ্লাভসে ঋষভ পন্থ

Date:

Share post:

একের পর এক চোটের ধাক্কায় ভারতীয় দল যখন জর্জরিত, সেই সময় খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। ম্যাচের দুদিন আগে হঠাৎই উইকেটকিপার গ্লাভস হাতে মাঠে নেমে পড়লেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। সেইসঙ্গেই শুরু হয়ে গিয়েছে গুঞ্জনও। তবে কি ভারতীয় দলের উইকেটকিপার হিসাবেব ঋষভ পন্থকেই (Rishabh Pant) দেখা যেতে চলেছে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্টে! তবে ধ্রুব জুরেল (Dhruv Jurel) খেলবেন কিনা সেটা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন।

গত রবিবার বৃষ্টির জন্য প্রস্তুতি সারতে পারেনি ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সোমবার থেকেই প্রস্তুতিতে নেমে পড়েছে টিম ইন্ডিয়া। সেখানেই উইকেট কিপিং গ্লাভস হাতে দেখা গিয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। আর সেটাই ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে। চোটের কারণে তৃতীয় টেস্টে ব্যাটিং করলেও উইকেটকিপিং করতে পারেননি ঋষভ পন্থ। তাঁর পরিবর্তে ভারতীয় দলের হয়ে উইকেট কিপিং করেছিলেন ধ্রুব জুরেল।

চতুর্থ টেস্ট শুরুর আগে থেকেই ঋষভ পন্থকে নিয়ে শুরু হয়েছিল জল্পনা। শোনা যাচ্ছিল এই ম্যাচেও নাকি শুধুমাত্র ব্যাটিং করতেই দেখা যাবে ঋষভ পন্থকে। সেই নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে বেশ সমালোচনাও শুরু হয়েছিল। এমনকি প্রাক্তন ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী তো বলেই ফেলেছলেন যে উইকেটকিপিং না করলে ঋষভ পন্থের এই ম্যাচ খেলাই উচিৎ নয়।

যদিও ঋষভ খেললে যে এই ম্যাচে ধ্রুব জুরেলের খেলার সম্ভাবনা একেবারেই নেই এমনটা কিন্তু নয়। কারণ এই ম্যাচে করুণ নায়ারকে না খেলানোর পথেই হাঁটতে চলেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অর্থাৎ ঋষভ পন্থের পাশাপাশি ধ্রুব জুরেলকেও ভারতীয় দলের জার্সিতে দেখা গেলে অবাক হওয়ার মতো কিছুই থাকবে না।

spot_img

Related articles

BLO-দের পারিশ্রমিক হবে ৬০ হাজার: কমিশনকে পাল্টা শর্ত অভিষেকের

রাজ্যের এসআইআর প্রক্রিয়ায় বিএলও-দের ঘাড়ে বন্দুক রেখে খেলছে নির্বাচন কমিশন। অথচ সেই বিএলও-দের (BLO) কোনও দায়িত্ব নিচ্ছে না...

শুভেন্দুদের গো-ব্যাক স্লোগান, এসআইআরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নালিশ জানাতে গিয়ে বিএলওদের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারীরা(Shuvendu Adhikary)। শুভেন্দুদের উদ্দেশে ‘গো...

নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন? দলের নির্দেশ সাফ জানালেন অভিষেক

নন্দীগ্রাম (Nandigram) বিধানসভা কেন্দ্র থেকে না কি আগামী বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকল কেন্দ্র, ভারতীয় ফুটবলে জট কাটবে?

৩ ডিসেম্বর আইএসএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। দিল্লিতে ক্রীড়া মন্ত্রকের(Sports Ministry)সঙ্গে বৈঠকে এফএসডিএল(FSDL), আইএসএল ক্লাব(ISL)  ও ফেডারেশন(AIFF) প্রতিনিধিরা থাকবেন...