এসএসসি মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের, বহাল থাকবে ২০২৫ সালের বিধি

Date:

Share post:

স্কুল সার্ভিস কমিশনের (SSC) ২০২৫ সালের নিয়োগ সংক্রান্ত নতুন বিধিকে চ্যালেঞ্জ করে করা মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) বড় জয় রাজ্যের। কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলা গ্রহণ করল না সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ জানিয়ে দিয়েছে, তারা এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়ায় কোনও হস্তক্ষেপ করবেন না। অর্থাৎ, এসএসসির নতুন বিধি মেনেই নিয়োগ পরীক্ষা হবে।

গত সপ্তাহে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ এসএসসির নতুন নিয়োগ বিধিকে বৈধতা দিয়েছিল। এরপরই বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। সোমবার সেই মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দেয়, তারা মামলাটি গ্রহণ করছে না। বিচারপতি সঞ্জয় কুমার বলেন,“যাঁরা অযোগ্য ছিলেন, তাঁরা বাদ পড়ে গিয়েছেন। এখন যাঁরা রয়ে গেছেন, তাঁরা তো যোগ্য। তাঁদের অতিরিক্ত সুযোগ দেওয়া হলে ক্ষতি কী? তাঁদের পড়ানোর অভিজ্ঞতাও রয়েছে।”

আদালতে আবেদনকারী পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এদিন মামলাটি প্রত্যাহারের অনুমতি চান কিন্তু, তাতেও সাড়া মেলেনি। আদালত কড়া ভাষায় জানায়, “সর্বোচ্চ আদালত ভাগ্য পরীক্ষার জায়গা হতে পারে না। এতক্ষণ শুনানির পর আমরা প্রত‍্যাহারের অনুমতি দিতে পারি না। কোথাও একটা গিয়ে এটা থামা দরকার।” সুপ্রিম কোর্টের এই রায়ের পর এসএসসি নিয়োগ প্রক্রিয়ার উপর আর কোনও আইনি জটিলতা থাকল না। ২০২৫ সালের নতুন বিধিকে মেনে নিয়েই হবে নিয়োগ পরীক্ষা। আরও পড়ুন : শহিদ দিবসের মিছিলে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের হাওড়া জেলার নেতৃত্বরা

 

 

spot_img

Related articles

বিতর্কের আবহেই মেগা ফাইনাল, জানুন ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

বিতর্কের আবহেই রবিবার এশিয়া কাপ (Asia Cup) ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND vs PAK)। এই নিয়ে চলতি টুর্নামেন্টে...

আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ঘটনায় নিহত ৩

মার্কিন মুলুকে (USA) ফের বন্দুকবাজের হামলা । ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন জন।  ভয়াবহ এই  ঘটনাটি ঘটেছে নর্থ ক্যারোলিনায়...

মহম্মদ আলি পার্কের মণ্ডপ দর্শন বন্ধ! উদ্যোক্তাদের অভিযোগের জবাব কলকাতা পুলিশের

পঞ্চমীর রাতে হঠাৎ দর্শনার্থীদের জন্য কলকাতার বিখ্যাত পুজো মহম্মদ আলি পার্কের মণ্ডপ ও দুর্গাদর্শন বন্ধ করে দেন উদ্যোক্তারা।...

”মায়ের স্নেহভরা মুখের উন্মোচনে আলোকিত হয় জগৎ”, মহাষষ্ঠীর শুভেচ্ছা অভিষেকের

রবিবার বোধনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসবের সূচনা হল।  এই দিনটার অপেক্ষায় বছরভর দিন গুণতে থাকে  দিন গোনার...