Wednesday, August 20, 2025

সারাদেশে প্রথম! ‘আমাদের পাড়া, আমাদের সমাধান‘: নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দুয়ারে সরকার‘-এর পরে এবার রাজ্যবাসীর সুবিধার্থে নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঙ্গলবার, নবান্নের (Nabanna) সাংবাদিক বৈঠক থেকে জানান রাজ্যের প্রশাসনিক প্রধান। নতুন প্রকল্পের নাম ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) জানান, সারা দেশে এমন প্রকল্প এই প্রথম। রাজ্যজুড়ে ২ অগাস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে। তিনটে করে বুথ নিয়ে একটা পাড়া হবে। সারাবাংলায় ৮০ হাজার বুথ আছে। এই প্রকল্পের জন্য ২ মাস বরাদ্দ করা হয়েছে। মোটি ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের তরফের নিবীড় জনসংযোগের উপর জোর। এদিন সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী জানান, ”ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প – আমাদের পাড়া, আমাদের সমাধান। মানুষের প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম। কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে।”

প্রকল্প সম্পর্কে বিস্তারিত মুখ্যমন্ত্রী জানান,

  • ৩টি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে
  • রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে
  • প্রত্যেক কেন্দ্রে একদিন করে ক্যাম্প হবে
  • ২ অগাস্ট থেকে শুরু হবে
  • কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে, পুজোর জন্য ১৫দিন বন্ধ থাকবে, বদলে পরবর্তী অন্যদিনগুলিতে কাজ হবে
  • প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ
  • সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে

মমতা জানান, ”ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।” এই প্রকল্পের জন্য রাজ্যস্তরে মুখ্যসচিবের নেতৃত্বে টাস্ক ফোর্স তৈরি হবে। জেলাস্তরেও টাস্ক ফোর্স তৈরি হবে।

রাজ্যের প্রশাসনিক প্রধান জানান, ”পরিষেবা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকারি আধিকারিকদের। যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কাজ চলছে, সেরকম চলবে। এছাড়াও অনেক ছোটখাটো সমস্যা থাকে, যা এসব পরিষেবার মধ্যে পড়ে না। আপনার গ্রামের নির্দিষ্ট কোনও কাজ দরকার হলে, যেমন আইসিডিএস সেন্টারের পাঁচিল বা ছাদ অথবা ঘর তৈরি হবে। সেই কাজটা এই ‘আমার পাড়া, আমার সমাধান’ প্রকল্পের মাধ্যমে হতে পারে। ছোট স্তরে কাজগুলো হবে।”

spot_img

Related articles

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...

কাপুরুষের মতো বিল পেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: সংবিধান সংশোধনী বিল নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে শাহকে আক্রমণ অভিষেকের

কাপুরুষের মতো মার্শাল দিয়ে ঘিরে বিল পেশ করতে হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। বুধবার, সংবিধান সংশোধনী বিল পেশের...

মহারাষ্ট্রে বাংলা বলতেই তাড়া! পালিয়ে বাঁচলেন বিষ্ণুপুরের জহিরউদ্দিন, ফেরাতে উদ্যোগী অভিষেক

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে ভয়ঙ্কর অত্যাচারের মুখে পড়তে হচ্ছে বাংলা শ্রমিকদের। নাগপুরে দক্ষিণ ২৪ পরগনার এক পরিযায়ী...

গণতন্ত্রের কণ্ঠরোধের চেষ্টায় তৃণমূলের ২ মহিলা সাংসদকে অধিবেশনে ধাক্কা রিজিজু-বিট্টুর

বিরোধীদের বাধা সত্ত্বেও লোকসভায় (Lok Shabha) পেশ সংবিধান সংশোধনী বিল। আর বিতর্কিত বিল নিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে সংসদে...