আজ বিকেলে ডুরান্ড কাপের উদ্বোধনে মুখ্যমন্ত্রী, ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান

Date:

Share post:

বুধের বিকেলে শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপের সূচনায় (Durand Cup opening ceremony) বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বর্নাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে এদিন বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Saltlake Stadium) শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সফর। এই ম্যাচ দিয়ে এবারের মরসুম শুরু করছে লাল হলুদ ব্রিগেড। প্রতিপক্ষ বেঙ্গালুরুর ক্লাব সাউথ ইউনাইটেড এফসি। উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর (Army) তরফে কিছু বিশেষ চমক থাকবে বলে আয়োজকদের সূত্রে জানা গেছে।

দু’বছর আগে বলে কিক মেরে ডুরান্ডের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রীও (CM)। কিন্তু গত বছর সরকারি কাজে দিল্লিতে থাকায় তিনি এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তবে এবছর মাঠে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের মতো এবারেও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের পদাধিকারীদের উদ্বোধনী অনুষ্ঠানে দেখা যাবে। হেলিকপ্টার পাইলটদের ‘এয়ার শো’ এদিনের অন্যতম আকর্ষণ। পাশাপাশি সেনার বিভিন্ন ডিভিশনের সদস্যরাও নিজেদের মতো করে পারফর্ম করবেন। গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’, সেনার নিজস্ব ব্যান্ড সংগীতে মার্শাল আর্ট প্রদর্শিত হবে। এবছরের অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতির উপর জোর দিতে চেয়েছেন আয়োজকরা। সেই কারণে একদিকে যেমন ছৌ নৃত্যশিল্পীদের দেখা যাবে তার পাশাপাশি বাংলার বাউল গান পরিবেশনের কথাও রয়েছে। প্রায় ৩০ মিনিটের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ঠিক বিকেল সাড়ে চারটে নাগাদ। ম্যাচের কিক অফ ৫:৩০ মিনিটে। অনলাইনের পাশাপাশি ময়দানের তিন প্রধানের তাঁবু এবং যুবভারতীর কাউন্টার থেকে টিকিট কিনতে পারবেন সমর্থকরা।

 

spot_img

Related articles

সমবায় ব্যাঙ্কে দুর্নীতি রুখতে বড় পদক্ষেপ রাজ্যের, শুরু সাইবার সুরক্ষা সংস্কার কর্মসূচি

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিতে ক্রমবর্ধমান দুর্নীতি ও জালিয়াতির ঘটনায় কড়া নজর দিল রাজ্য সরকার। ব্যাঙ্কগুলির নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী...

অস্ট্রেলিয়া সফরে নেতৃত্ব বদল, গিলের পরিবর্তে রোহিতই করবেন ভারতের অধিনায়কত্ব?

টেস্টের পর এক দিনে ক্রিকেটেও ভারতীয় দলের নেতৃত্বের ভার পেয়েছেন শুভমান গিল(Shubhaman Gill)। আসন্ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজে...

সিঙ্গুর মামলায় বড় আইনি জয় রাজ্যের, জমির মালিকানা ফিরল সরকারের হাতে

সিঙ্গুরের জমি মালিকানা সংক্রান্ত মামলায় বড় জয় পেল পশ্চিমবঙ্গ সরকার। সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য...

সতর্ক রাজ্য! ডেঙ্গি মোকাবিলায় বিশেষ বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ মু্খ্যসচিবের

ডেঙ্গি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য। মুখ্যসচিব মনোজ পন্থ ইতিমধ্যেই ডেঙ্গি প্রতিরোধে বিশেষ কর্মপরিকল্পনা রূপায়ণের নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্য দফতর,...