Wednesday, August 20, 2025

১৯৫৬-র বীরভূমের দলিল দেখেও দিল্লিতে ‘বাংলাদেশি’ তকমা! মমতার দিকে তাকিয়ে সুইটির পরিবার

Date:

Share post:

চার প্রজন্ম ধরে বীরভূমের (Birbhum) পাইকরের বাসিন্দা। দাদু ও ঠাকুরদার ভারতে থাকার ১৯৫৬ সালের দলিল পাওয়া গিয়েছে। তার পরেও বাংলাদেশি তকমা দিয়ে দিল্লিতে (Delhi) পুশব্যাকের চেষ্টা সুইটির পরিবারকে। তীব্র কষ্টের মধ্যে থাকতে হচ্ছে তাদের। একই পরিস্থিতি দানিশ শেখের পরিবারেরও। কেন বাংলাদেশে পুশব‌্যাক? প্রশ্ন তুলেছেন পাইকরের বাসিন্দারা। বাংলাভাষীদের উপর এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূল। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকেই তাকিয়ে সুইটিরা।

আগেই পাইকর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শামিমা বিবি বলেন, “দুই পরিবারই এখানে চার পুরুষ ধরে রয়েছে। চার পুরুষের বংশ তালিকায় আমার কাছে রয়েছে। তাহলে ওরা বাংলাদেশি হল কীভাবে?“ এবার সামনে এলো সুইটি বিবির দাদু এবং ঠাকুরদার ১৯৫৬ সালের দলিল। RTI- করে সেই তথ্য পাওয়া গিয়েছে। রীতিমতো বীরভূমের (Birbhum) জমির দলিল রয়েছে সুইটির পূর্বপুরুষদের নামে। তার পরেও বাংলাভাষী হওয়ায় দিল্লিতে হেনস্থার মুখে পড়তে হচ্ছে সুইটদের।

রোহিনীর ২৬ নম্বর সেক্টরের বাঙালি বস্তিতে সুইটি বিবি ও তাঁর দুই সন্তান বছর পাঁচেক দিল্লিতে রয়েছেন। সেখানে পরিচারিকার কাজ করেন সুইটি। তাঁর আদি বাড়ি পাইকরের হাসপাতালপাড়ায়। তাঁর বাবা সাইফুল শেখ পেশায় কৃষক। সুইটি বিবির স্বামী প্রায় পাঁচ বছর নিখোঁজ। পাইকরে থাকেন সুইটির শাশুড়ি।

গত ১৮ জুন দিল্লির রোহিনী জেলা পুলিশের কেএন কাটজু থানা থেকে তাঁদের আটক করা হয়। সুইটির পরিবারের দাবি, তাঁদের কাছে ভারতের বৈধ আধার, ভোটার, রেশন কার্ড রয়েছে। সব কিছু দেখানোর পরেও পুলিশ (Police) কোনও কিছু মানতে চাইছে না। রীতিমতো ভিডিও পোস্ট করে তাঁরা অভিযোগ করছেন তাঁদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে। তাঁদের থাকা-খাওয়ার জায়গা নেই। সুইটি বিবির মাসি লুৎফা বিবি বলেন, “এত কাগজপত্র থাকা সত্ত্বেও ওদের পুশব্যাক করা হয়েছে, এখন আমরা কি করব?” বাংলাভাষীদের উপর এই আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছে তৃণমূল। বাংলা থেকে দিল্লি এই ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন করেছে বাংলার শাসকদল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই তাকিয়ে সুইটিরা।

spot_img

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...