Monday, December 15, 2025

ডুরান্ডে গোলের বন্যা ইস্টবেঙ্গলের, অভিষেকেই গোল পেলেন বিপিন

Date:

Share post:

ডুরান্ডের শুরুতেই গোলের বন্যা ইস্টবেঙ্গলের (Eastbengal)। বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেডকে (South United) ৫-০ গোলে হারিয়ে এবারের ডুরান্ড কাপে যাত্রা শুরু করললাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের (Eastbengal) জার্সিতে অভিষেকেই গোল পেলেন বিপিন সিং (Bipin Singh)। প্রথম ম্যাচেই গোল পেলেন দিমিত্রি দিয়ামন্তাকসও (Dimitri Diamantakos)। যুবভারতীতে উদ্বোধনী ম্যাচে নেমেছিল লাল-হলুদ ব্রিগেড। সেখানেই দুরন্ত পারফরম্যান্স দেখালেন অস্কার ব্রুজোঁর ছেলেরা। তবে একটা চিন্তাও রয়ে গেল। চোট নিয়ে এদিন মাঠ ছাড়েন পিভি বিষ্ণু (PV Bishnu)।

সাউথ ইউনাইটেডের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। ম্যাচের ২ মিনিটের মধ্যেই গোল পেয়ে যেতে পারত লাল-হলুদ ব্রিগেড, তবে মহেশের শট আটকে দিয়েছিলেন সাউথ ইউনাইটেডের গোলরক্ষক নিশান্ত। তবে প্রথম গোল পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি ইস্টবেঙ্গলকে। লালচুংনুঙ্গার গোল থেকেই এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড। এরপরই ইস্টবেঙ্গল আরও চাপ বাড়াতে থাকে প্রতিপক্ষ শিবিরের ওপর। একের পর এক ফ্রিকিক এবং কর্ণারে কার্যত নাজেহার অবস্থা ছিল সাউথ ইউনাইটেডের। এরপরই লালরিনডিকাকে ফাউল করে ইস্টবেঙ্গলকে একটা পেনাল্টি উপহার দেয় সাউথ ইউনাইটেড।

 

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

সেই বল জালে জড়াতে একেবারেই ভুল করেননি সওল ক্রেসপো (Saul Crespo)। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দুই গোলে এগিয়ে যাওয়ায় অনেকটাই অক্সিজেন পেয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল (Eastbengal)। বিরতির পরই মাঠে আসেন ইস্টবেঙ্গলের এই ম্যাচে তৃতীয় বিদেশি দিমিত্রি দিয়ামনতাকস। গতবারের থেকে এবার দিমিত্রি যেন অনেকটাই আলাদা। শুরু থেকেই গোল খুঁজতে ব্যস্ত। আর তাঁকে সামাল দিতে হিমশিম খাচ্ছিল প্রতিপক্ষ শিবিরের রক্ষণ।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

তাঁরই বাড়ানো বল থেকে বিপিন সিংয়ের এই মরসুমে প্রথম গোল। তবে দিমিত্রিকে এদিন গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ম্যাচের বয়স যখন ৮৬ মিনিট সেই সময় ফ্রিকিক থেকে দিমিত্রি দিয়ামনতাকসের গোল। ম্যাচের ভবিষ্যৎ অনেকক্ষণ আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। কিন্তু ইস্টবেঙ্গল এদিন কোনও সুযোগই ছাড়তে নারাজ ছিল।

ছবিঃ দেবস্মিত মুখোপাধ্যায়

একেবারে শেষ মুহূর্তে অবশেষে গোল পান নাওরেম মহেশ। তাঁর তৈরি করা আক্রমণ এদিন বারবারই কঠিন পরীক্ষায় ফেলেছিল সাউথ ইউনাইটেডকে। কিন্তু তিনি গোল পাচ্ছিলেন না। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে সেই মহেশের গোলেই পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ন ইস্টবেঙ্গলের। এরপরই রেফারির ফাইনাল বাঁশি। ডুরান্ডের প্রথম ম্যাচেই অস্কার ব্রুজোঁর মুখে চওড়া হাসি। স্টেডিয়ামেই উচ্ছ্বাস লাল-হলুদ সমর্থকদের।

সবে একটা ম্যাচ জিতল ইস্টবেঙ্গল। এই ধারাই ভবিষ্যতের ম্যাচ গুলোতেও তারা ধরে রাখতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।

spot_img

Related articles

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র! আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

আবাসনের মধ্যে ভোটকেন্দ্র করার বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি পাঠালেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তবে এই...

বেঙ্গল সুপার লিগের সূচনা, চ্যাম্পিয়নরা খেলবে সরাসরি আইএফএ শিল্ডে

শ্রাচী স্পোর্টসের উদ্যোগে শুরু হল বেঙ্গল সুপার লিগ(Bengal Super League)। রবিবার বিকেলে মালদহে এই মেগা টুর্নামেন্টের জমকালো উদ্বোধন...

তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয়ের মধ্যেই কাঁটা সূর্যের ব্যাটিং ব্যর্থতা

তৃতীয় টি২০ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭ উইকেটে জিতল ভারত(India)। রবিবার টস টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত(India)।...

নির্বাচনের আগে ইভিএম চেকিংয়ে কঠোর নজরদারি! অবজারভার পাঠালো কমিশন 

২০২৬ সালের রাজ্যের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন এবার আরও কড়া নজরদারি করছে ইভিএমের ফার্স্ট লেভেল চেকিং...