টালিগঞ্জ স্টুডিও পাড়ার গোলমাল নিয়ে মামলায় ১৬ জুলাই তথ্য সংস্কৃতি সচিবের বৈঠকের সিদ্ধান্ত হাইকোর্টে (Calcutta High Court) জানাতে পারল না রাজ্য। সেখানে ফেডারেশনকে আলাদা করে ডেকে শুনানি করায় চরম ক্ষুব্ধ বিচারপতি অমৃতা সিনহা। তথ্য সংস্কৃতি সচিবের এত দুঃসাহস কি করে হয়, তাই নিয়ে বিস্মিত আদালত। কারণ তিনি বৈঠক নিয়ে যে নোটিস দিয়েছেন আর হাইকোর্ট যা নির্দেশ দিয়েছেন, তার বাইরে গিয়ে কাজ করেছেন সচিব।

এদিন রাজ্যের কৌঁসুলি অনিন্দ্য মিত্রকে বিচারপতি অমৃতা সিনহার প্রশ্ন, “কে তাকে প্রম্পট করে আলাদা করে বৈঠক করতে বলেছে? সেই কারণে ন্যাচারাল জাস্টিসের কথা বলা হচ্ছে। ৮ জুলাই নোটিসে রাজ্য বলে সবাইকে একসঙ্গে ডেকে বৈঠক হবে। সেখানে কি করে সচিব একজনকে আলাদা ভাবে ডাকে? এখানে কিছু আছে এর পিছনে। কিছু একটা চলছে। আমি কিন্তু স্ট্রং ভিউ নেবো সচিবের বিরুদ্ধে। আর সিনিয়র আইনজীবী দাঁড় করিয়ে কিছু বিষয় লুকোনোর করার চেষ্টা করা হচ্ছে। সচিবের ভূমিকা কিন্তু অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। কিছু ঢাকা দিতে একজন সিনিয়র আইনজীবীকে দাঁড় করিয়ে ম্যানেজ করার চেষ্টা হয়েছে। আমি জানি কি চলছে। আমার মুখ খোলাবেন না। সচিব যা নোটিস দিয়েছেন, কোর্টকে বলেছেন, তার উল্টো কাজ করেছেন। সেই কারণে আপনাকে দাঁড় করানো হয়েছে”। বিচারপতির নির্দেশ, ৩০ জুলাই সব পক্ষকে নিয়ে বৈঠক করে ৮ আগষ্ট হাইকোর্টে রিপোর্ট দিতে হবে তথ্য সংস্কৃতি সচিবকে।

আরও পড়ুন – সন্দেশখালি মামলায় আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হল না কেন শাহজাহানকে? প্রশ্ন বিচারপতির

_

_

_

_

_

_

_

_
_
_
_
_