বৃহস্পতির সকালে ওড়িশায় বেলাইন ট্রেন, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শালিমার-সম্বলপুর মহিমা গোসাইন এক্সপ্রেস (Shalimar-Sambalpur Express derailed)। এখনও আতঙ্কের ঘোর কাটছে না যাত্রীদের। সকাল ৯টা ১৫ মিনিট নাগাদ সম্বলপুর যাওয়ার পথে লাইনচ্যুত প্যাসেঞ্জার ট্রেন। ঘটনায় কোনও আহত বা হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাহত হয়েছে রেল পরিষেবা।

ট্রেনটি ভুবনেশ্বর থেকে সম্বলপুর যাওয়ার সময় নির্ধারিত রুটে ছিল। আচমকাই সম্বলপুর সিটি স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হয়ে যায় মহিমা গোসাইন এক্সপ্রেসের একটি জেনারেল কোচ। দ্রুত যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। রেলওয়ে আধিকারিকেরা, স্থানীয় পুলিশের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে উদ্ধারকাজ শুরু করেন। কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হলে তা এখনও স্পষ্ট নয়। তবে বারবার যেভাবে ওড়িশাগামী ট্রেনে দুর্ঘটনার খবর আসছে তাতে ভারতীয় রেলের দায়িত্বজ্ঞানহীনতা আর অপদার্থতার ছবিটাই ফের ধরা পড়েছে।

–

–

–

–

–

–

–

–

–
–
–
–
–