Tuesday, August 26, 2025

সিরিয়ালে ‘গুন্ডামি’ দেখানো বন্ধের পরামর্শ মুখ্যমন্ত্রীর, জোর বাংলা গানের উপর

Date:

Share post:

তিনি বাংলা সিরিয়াল দেখতে ভালবাসেন। ব্যস্ত কর্মসূচির মধ্যেও বাড়ি ফিরে রাতে সিরিয়াল দেখেন। একথা নিজেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, ধনধান্য স্টেডিয়ামে ‘মহানায়ক সম্মান ২০২৫’ অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই সিরিয়ালের বিষয়বস্তু নিয়ে নিজের অপছন্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী। স্পষ্ট জানালেন, সিরিয়াল দীর্ঘায়িত করতে ‘গুন্ডামি’ দেখানো উচিত নয়। এতে সমাজে বিরূপ প্রভাব পড়ে। এর পাশাপাশি, বাংলা সিরিয়ালে (Serial) বাংলা গান দেখানোর বিষয়েও জোর দেন মমতা। 

বরাবরই বাংলা শিল্প-সংস্কৃতির পৃষ্ঠপোষক মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজে কবিতা লেখেন, গান লেখেন, সুর দেন। তাঁর আমলে সম্মান পেয়েছেন বাংলার বড়পর্দা, ছোটপর্দা থেকে শুরু করে যাত্রা, মঞ্চশিল্পী, গায়ক, পরিচালক, সুরকার-গীতিকাররা। গুণীদের সম্মান জানাতে প্রতিবছর মহানায়ক উত্তম কুমারের মৃত্যুদিনে মহানায়ক সম্মান দেওয়া শুরু করেন মমতা। এদিন সেই মঞ্চ থেকে বাংলা বিনো-জগতের এক গুরুত্বপূর্ণ অংশ বাংলা সিরিয়াল নিয়ে অসন্তোষ প্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাংলা সিরিয়াল খুলেই দেখা যাচ্ছে, এ ওকে বিষ দিয়ে দিচ্ছে। ভায়োলেন্স দেখানো হচ্ছে। মমতার মতে, এর নেগেটিভ প্রভাব পড়ে সমাজে। ছোটরা এই সব দেখে ভুল শিক্ষা পাচ্ছে। এমনকী আত্মহাত্যার প্রবণতা বাড়ছে বলেও অভিযোগ মুখ্যমন্ত্রী। এই বিষয়ে সিরিয়াল নির্মাতাদের নজর দেওয়া পরামর্শ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

মমতা বলেন, সিরিয়ালের এপিসোড বাড়াতে হবে বলে রোজ গুন্ডামি দেখাতে হবে! বাড়ান ভালো বিষয় দিয়ে। কত উদ্ভাবনী বিষয় আছে। তা না দেখিয়ে এ ওকে গুলি করছে, এ ওকে ছুরি মারছে। এসব দেখলেই আমি টিভি বন্ধ করে দিই। এই সব দেখলে টেনশন বেড়ে যায়। সারাদিনের শেষে সিরিয়াল দেখে রিল্যাক্স করব না টেনশন করব। সিরিয়াল লোকে দেখে বিনোদনের জন্য। এই সব কথা মাথায় রেখে তৈরি করতে হবে। হাসি-খুশি-মজা-সামাজিক গল্প নিয়ে সিরিয়াল করতে হবে, যা মানুষের বিবেককে, আবেগকে জাগ্রত করে।

এর পরেই বাংলা সিরিয়ালে হিন্দি গান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলায় অনেক কালজয়ী গান আছে। স্বর্ণযুগের গান এখনও মানুষের মন ছুঁয়ে যায়। সেই সব না বাজিয়ে ঝিনচ্যাক (পড়ুন বলিউডি) গান বাজানো হচ্ছে সিরিয়ালে। মমতার কথায়, ওদের তো একটা প্ল্যাটফর্ম আছে। সেখানে তারা বাজায়। সব ভাষার গানকেই তিনি সম্মান জানান, পছনন্দ করেন। কিন্তু এখানে বাংলা গানকে তো বেশি করে দেওয়া হবে-মত মমতার। এখানে অনেক প্রতিভাধর সঙ্গীতশিল্পী আছেন। অনেক সঙ্গীতশিল্পী আছেন, যাঁরা নিজেরাই গান তৈরি করেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, বাংলা ভাষাকে বাদ দিয়ে কিছু করতে পারা যাবে না।
আরও খবরভারতের চলচ্চিত্রে উত্তম কুমার অমর হয়ে থাকবেন: মহানায়ককে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য অরূপের

spot_img

Related articles

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...