Tuesday, August 26, 2025

সঞ্জয় মৃত্যুতে নয়া অশান্তি! ‘কাপুর’ পরিবারে সম্পত্তি নিয়ে জোর দ্বন্দ্ব

Date:

Share post:

প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের (Sunjay Kapur) আকস্মিক মৃত্যুর পর থেকেই উত্তাল তাঁর পরিবার। বিপুল সম্পত্তি, সংস্থা পরিচালনা, আর্থিক নিয়ন্ত্রণ ও পারিবারিক উত্তরাধিকারের প্রশ্নে এখন কাপুর পরিবারের অন্দরেই তীব্র বিরোধ। করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয়ের মৃত্যুর জেরে সন্তানের ভবিষ্যৎ ভাগ্য নিয়ে যেমন জল্পনা বাড়ছে, তেমনই সঞ্জয়ের মা রানি কাপুর (Rani Kapur) চিঠি লিখে সোনা কমস্টার (Sona Comstar) সংস্থার পরিচালনা নিয়ে তুলেছেন বিস্ফোরক অভিযোগ।

প্রসঙ্গত, গত জুন মাসে ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৩ বছর বয়সে মারা যান সঞ্জয় কাপুর। বর্তমানে তাঁর সম্পত্তির পরিমান প্রায় ১০,৩০০ কোটি টাকা। সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর সংস্থা সোনা কমস্টারের পরিচালনা ও শেয়ার ভাগ নিয়ে শুরু হয়েছে চরম টানাপড়েন। সংস্থার প্রধান শেয়ারহোল্ডার হওয়া সত্ত্বেও রানি কাপুর পর্ষদের উপর অভিযোগ করেছেন, তাঁকে মানসিক চাপে ফেলে একাধিক গুরুত্বপূর্ণ নথিতে সই করানো হয়েছে। এমনকি নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও তাঁকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। তাঁর কথায়, “আমি এখন জীবনের ন্যূনতম চাহিদার জন্য নির্ভর করছি কিছু ‘নির্বাচিত মানুষের দয়া’র উপর।”

রানি কাপুর আরও দাবি করেছেন, সংস্থার বার্ষিক সাধারণ সভায় যাঁদের বোর্ডে নিয়োগের প্রস্তাব রয়েছে, তাঁদের বিষয়ে তিনি কোনও অনুমোদন দেননি। এই ‘নির্বাচিত মানুষের’ তালিকায় রয়েছেন সঞ্জয়ের দ্বিতীয় স্ত্রী প্রিয়া সচদেব কাপুর (Priya Sachdev Kapur), যাঁকে নন-এক্সিকিউটিভ ডিরেক্টর করার প্রস্তাব ঘিরেই শুরু হয়েছে এই নতুন বিতর্ক।

সঞ্জয় কাপুরের প্রথম পক্ষের সন্তান সামাইরা (২০) ও কিয়ান (১৪)-এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। সূত্রের খবর অনুযায়ী, সঞ্জয় তাঁদের জন্য ১৪ কোটি টাকার বন্ড ও মাসিক ১০ লক্ষ টাকার আয় নিশ্চিত করেছিলেন। তবে সম্পত্তির অধিকাংশের নিয়ন্ত্রণ আপাতত বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের হাতেই যাচ্ছে বলে জানা যাচ্ছে।

তবে এই পারিবারিক বিতর্কের মধ্যে এখনও মুখ খোলেননি বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুর (Karishma Kapur)। তবে সঞ্জয়ের মৃত্যুর পর তাঁর ঘনিষ্ঠ মহলের একাংশের মতে, সন্তানদের ভবিষ্যৎ সুরক্ষা নিয়েই এখন করিশ্মার মূল চিন্তা। আরও পড়ুন : মন্দারমনির শ্যুটিং স্পট থেকে রহস্যজনকভাবে উধাও পরিচালক, মাথায় বন্দুক ঠেকিয়ে অপহরণে চাঞ্চল্য!

spot_img

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...