এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত। ঘোষণা হয়ে গিয়েছে পরীক্ষার দিন। এখনও পরীক্ষা না দিয়ে চাকরির দাবিতে অনড় এক শ্রেণীর এসএসসি (SSC) চাকরিহারারা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশকে অমান্য করে ফের একবার সেই সুপ্রিমকোর্টেরই দ্বারস্থ যোগ্য (untainted) চিহ্নিত চাকরিহারাদের একটি অংশ। যদিও কোনওভাবেই আর এই আবেদন শুনবে না সুপ্রিম কোর্ট, স্পষ্ট জানিয়ে দেওয়া হলো পর্যবেক্ষণে। চাকরিতে পুনর্বহাল থেকে ওএমআর (OMR sheet) প্রকাশের মামলা গ্রহণ করল না শীর্ষ আদালত।

২০১৬ এসএসসি মামলায় যোগ্য (untainted) হিসাবে চিহ্নিত চাকরিহারাদের একটি অংশ কোনভাবেই আদালতের রায় মেনে নিতে নারাজ। তাঁদের প্রথম দাবি, কোনওভাবে পরীক্ষা না দিয়ে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সেক্ষেত্রে একমাত্র ওএমআর (OMR sheet) প্রকাশের মধ্যে দিয়েই অযোগ্যদের (tainted) চিহ্নিত করা সম্ভব, দাবি করে ফের একবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ তাঁরা।

ওএমআর প্রকাশের সম্ভাবনা নেই, পর্যবেক্ষণ করেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ নতুনভাবে এসএসসি নিয়োগের নির্দেশ দিয়েছিল কমিশন ও রাজ্যকে। সেই মতো নির্দিষ্ট দিনের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে, পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার কাজ চালাচ্ছে কমিশম। তা সত্ত্বেও রাজনীতিকদের দ্বারা প্রভাবিত হয়ে চাকরিহারাদের একাংশ একের পর এক মামলা করে চলেছে হাইকোর্টে। ইতিমধ্যেই সেই সব মামলার শুনানি চলছে।

আরও পড়ুন : মোদির ‘আচ্ছে দিনে’র কী নমুনা! পাঁচ বছরে ভারত ছেড়েছেন ৯ লক্ষ বৈধ নাগরিক

তারই মধ্যে ফের চাকরিহারাদের একটি অংশ সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করে পুনর্বহাল ও ওএমআর (OMRS sheet) প্রকাশের মামলা দায়ের জন্য। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের বেধে দেওয়া যে প্রক্রিয়ায় নিয়োগ চলছে, সেই পথেই সহমত প্রকাশ করে শীর্ষ আদালত। সেসঙ্গে জানানো হয়েছে, ইতিমধ্যেই এই মামলা দীর্ঘদিন ধরে চলছে পরবর্তীকালে প্রয়োজনে এই মামলা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়া যেতে পারে। তবে সুপ্রিম কোর্ট আর এই মামলা শুনবে না।

–

–

–

–

–
–
–
–
–