Thursday, December 4, 2025

বিরোধীদের চাপে অপারেশন সিন্দুর আলোচনায় বরাদ্দ ১৬ ঘণ্টা! যোগ দিতে পারেন মোদি

Date:

Share post:

আলোচনা দাবি করেছিল বিরোধীরা। প্রশ্নের উত্তর দিতে কেন্দ্রের মোদি সরকার কতটা সম্মত, এখনও তা স্পষ্ট নয়। তবে অন্তত বিরোধীদের চাপে লোকসভা (Loksabha) ও রাজ্যসভায় (Rajyasabha) দুটি আলাদা দিনে অপারেশন সিন্দুর (Operation SIndoor) নিয়ে আলোচনা সম্মতি জানালো কেন্দ্রের বিজেপি সরকার। যদিও বেধে দেওয়া হল ১৬ ঘন্টা। নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজে আলোচনায় অংশ নেবেন বলে জানানো হল কেন্দ্রের তরফে।

কিভাবে সীমান্ত টপকে ভারতে ঢুকে নিরস্ত্র মানুষের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা? প্রত্যুত্তরে যে অপারেশন সিন্দুর চালানো হয়েছিল তার ফলাফল কি? কতটা সাফল্য পাওয়া গিয়েছে জঙ্গি দমনে? সেই সঙ্গে ভারতের সাংসদ থেকে আধিকারিকদের প্রতিনিধিরা বিভিন্ন প্রান্তে গিয়েছিল পাক বিরোধী প্রচারে। সেই প্রতিনিধি দলের বিদেশ সফরের সুফল কতটা মিলেছে? মূলত বিরোধীদের তরফে সংসদের (Parliament) বাদল অধিবেশন শুরু হতেই এই প্রশ্নগুলি তুলে আলোচনার দাবি জানানো হয়েছিল।

যদিও বাদল অধিবেশন শুরু হতেই দুদিনের মধ্যে বিদেশ সফরে পাড়ি দেন দেশের প্রধানমন্ত্রী। অবশেষে তাঁর সফর শেষ হওয়ার মুখে শুক্রবার কেন্দ্রের তরফে জানানো হল, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ২৮ জুলাই লোকসভায় (Loksabha) অপারেশন সিন্দুর (Operation Sindoor) নিয়ে আলোচনায় অংশ নেবেন। সঙ্গে থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিদেশমন্ত্রী এস জয়শংকর। এই আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অংশগ্রহণ করতে পারেন বলে জানানো হয়েছে।

একই বিষয়ের উপর আলোচনা রাজ্যসভায় (Rajyasabha) হবে ২৯ জুলাই। সেখানেও রাজনাথ সিং, এস জয়শংকরের পাশাপাশি প্রধানমন্ত্রীর উপস্থিতির আশা প্রকাশ করা হয়েছে। ১৬ ঘন্টা করে এই বিষয়ের উপর আলোচনা হবে। তবে কেন্দ্র নিজেদের বক্তব্য পেশ করবে তা স্পষ্ট। ঠিক যেভাবে বিভিন্ন পরিস্থিতিতে কেন্দ্রের মন্ত্রীরা করে এসেছেন। কিন্তু বিরোধীদের প্রশ্নের জবাব কতটা মিলবে তা নিয়ে এখনও রয়েছে ধন্দ। তবে চাপের মুখে শেষ পর্যন্ত যে আলোচনার দিন ঘোষণা হয়েছে তাতেই খানিকটা ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে।

আরও পড়ুন: একশো দিনের কাজে বিজেপির নির্লজ্জ বঞ্চনা বাংলাকে! সরব তৃণমূল থেকে বিরোধীরা

সেখানেই তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের প্রশ্ন, আমাদের এখানে অনেক বক্তব্য আছে। কারণ দুষ্কৃতীরা এখনও গ্রেফতার হয়নি। প্রধানমন্ত্রীকে জানাতে হবে সেটা সংসদে, যে পরিস্থিতি কী রয়েছে। বাদল অধিবেশনের শুরু থেকে এই বিষয়ে আলোচনার দাবিতে সরব ছিল তৃণমূল-সহ বিরোধীরা। শুক্রবার তাই বিরোধীদের দাবির প্রেক্ষিতে স্পিকার ওম বিড়লা বিরোধী সাংসদদের নিয়ে বৈঠক করেন। সেখানেই অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়।

spot_img

Related articles

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার বিষয়। তিনি কখনও তাঁর...

উচ্চ প্রাথমিকের নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা-শারীরিকশিক্ষায় ১৬০০ অতিরিক্ত শূন্য পদ (super numerary post in upper primary recruitment) তৈরির বিজ্ঞপ্তি খারিজ করল...

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...

জ্বলছে এটিএম, সাতসকালে অগ্নিকাণ্ড হাওড়ায়!

বৃহস্পতির সকালে ঘুম ভাঙতেই চোখের সামনে জ্বলন্ত এটিএম (fire breaks out in ATM) দেখে আতঙ্কিত হাওড়া জেলার (Howrah...